বিশ্বসংগীতের মঞ্চে ফের চমকে দিলেন কলম্বিয়ান পপস্টার শাকিরা। তবে এবার শুধু কণ্ঠ কিংবা পারফরম্যান্স দিয়ে নয়, আলোচনায় তিনি উঠে এসেছেন নিজের পেশাদারিত্বের নিখুঁত প্রদর্শনের মাধ্যমে। মঞ্চে হঠাৎ পড়ে গেলেও মুহূর্তেই নিজেকে সামলে নিয়ে গান চালিয়ে যান এই তারকা।শাকিরার সহসা পড়ে যাওয়ার সেই মুহূর্তের ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। তবে পড়ে গেলেও তাৎক্ষণিক উঠে দাঁড়িয়ে আবার চালিয়ে যান পারফরম্যান্স। এ ঘটনায় প্রাথমিকভাবে চিন্তিত হলেও মঞ্চে শাকিরার ‘কামব্যাক’ দেখে প্রশংসায় পঞ্চমুখ তার ভক্ত-অনুরাগীরা। অনেকেই তার পেশাদারিত্বের প্রশংসা করছেন। আবার কেউ কেউ সুস্থতা কামনা করছেন এই সুপারস্টারের। প্রসঙ্গত, শাকিরার এই কনসার্ট ট্যুরটি শুরু হয় চলতি বছরের ১১ ফেব্রুয়ারি, ব্রাজিলের রিও ডি জেনিরো থেকে। এখন পর্যন্ত এই ট্যুরে তিনি অংশ নিয়েছেন হিউস্টন, সান দিয়েগো, বোস্টন, টরন্টো, মায়ামির মতো শহরে।ভোরের আকাশ/এসএইচ
১ মাস আগে
ঢালিউডে জমে উঠেছে এক নতুন স্মৃতিযুদ্ধ। না, কোনো সিনেমার দৃশ্য নয়— এটা বাস্তব জীবনের ফটো ক্যাপশনের যুদ্ধ। শাকিব খানের সঙ্গে ছোট ছেলে বীরের একগুচ্ছ ছবি প্রথমে পোস্ট করেন তার মা বুবলী। এর কিছুক্ষণ পরই সেই একই ছবি যেন বিকল্প ক্যাপশনে হাজির হয় অপু বিশ্বাসের টাইমলাইনে!সোশ্যাল মিডিয়ায় এমন দৃশ্য নতুন কিছু নয়। অপু-বুবলীর টানাপড়েনের ইতিহাস বরাবরই খবরের শিরোনাম হয়েছেন। তবে এবার এই ছবির লড়াই যেন দর্শকদের চোখে বিনোদনের নতুন মঞ্চ!বুবলী তার পোস্টে বাবা-ছেলের ভালোবাসার মুহূর্তগুলো ভাগ করে নেন ভক্তদের সঙ্গে। ক্যাপশনে লিখেন, “যেখানে জীবন শুরু, ভালোবাসা কখনো শেষ হয় না।” ছবিতে শাকিব আর বীরের খুনসুটি, কোলে নিয়ে ঘোরাঘুরি। সব মিলিয়ে এক আদুরে দৃশ্য।এ ঘটনার কিছুক্ষণ পরই অপু বিশ্বাস একই ছবি শেয়ার করে লেখেন, “বাবা এমন একটি শব্দ যার সাথে সন্তানের বন্ধন কথায় কথায় প্রমাণ দেয়ার কিছুই নেই। তাও বাবা-ছেলের প্রতিদিনের এই খুনসুটি আর মমত্ববোধ চলতেই থাকবে, আর মুহূর্তগুলো ফ্রেমে আটকে থাকবে।”অপু-বুবলীর কর্মকাণ্ড নিয়ে নেটিজেনরা নানা ধরনের চর্চা করছেন। তবে এ নিয়ে নীরব শাকিব খান।ভোরের আকাশ//হ.র
১ মাস আগে
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমণি আবারও মন ছুঁয়ে যাওয়ার মতো একটি আবেগঘন বার্তা দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। সোমবার (২৬ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক সংক্ষিপ্ত কিন্তু গভীর অর্থবোধক বার্তায় লিখেছেন, “আল্লাহ কিছু নেওয়ার আগে কিছু দিয়েও দেন।”এই বাক্যের পেছনে লুকিয়ে রয়েছে তার ব্যক্তিজীবনের একান্ত অনুভব ও যন্ত্রণার গল্প। সন্তানদের নিয়ে গড়ে তোলা ভালোবাসার জগৎ যেমন তাকে শক্তি দিয়েছে, তেমনি নানাভাইয়ের মৃত্যু এখনো তার অন্তরে বয়ে বেড়ানো এক শোকের নাম।পোস্টে পরীমণি লেখেন, “আমি শুধু ভাবি, আমার বাচ্চারা না থাকলে আমি কি সত্যিই এতটা গুছিয়ে বাঁচতে পারতাম জীবনে! নানাভাই মারা যাওয়ার সময় আমার আশপাশের অনেকেই মনে করেছিল, আমি হয়তো আর নিজেকে সামলাতে পারব না। কিন্তু আজও আমি দাঁড়িয়ে আছি— আমার সন্তানদের কারণে।”একজন মা ও একজন মেয়ের জীবনবোধ ফুটে উঠেছে তার লেখায়। পরীমণির কথায়, “এখন এই মুহূর্তে আমি ভাবছি মহান আল্লাহ পৃথিবীর সবকিছু কত অদ্ভুত সুন্দর করে প্রতিটি জীবনের যোগ-বিয়োগের ভারসাম্য করে দেন! সত্যি, আল্লাহ কিছু নেওয়ার আগে কিছু দিয়েও দেন। আমি ভালো আছি।”রঙিন পর্দার পেছনে, আলো-ঝলমলে ক্যামেরার বাইরেও পরীমণির জীবন এখন অনেক বেশি স্থিত ও পরিপক্ব। প্রেম, বিয়ে, বিচ্ছেদ ও একক মাতৃত্বের মতো নানা অধ্যায় পার করে তিনি এখন এক ভিন্ন বাস্তবতায় পথ হাঁটছেন—যেখানে সবচেয়ে বড় ভূমিকা রাখছে তার সন্তানরা।বর্তমানে অভিনয়ের পাশাপাশি নতুন কিছু চলচ্চিত্র ও ওয়েব কনটেন্টে কাজ করছেন পরীমণি। পাশাপাশি নিজের ব্যবসা প্রতিষ্ঠান নিয়েও ব্যস্ত সময় কাটছে তার।একসময় যাকে ঘিরে থাকত আলোচনার ঝড়, এখন তার জীবনের গল্প যেন এক নিঃশব্দ দৃঢ়তার পাঠ।ভোরের আকাশ//হ.র
১ মাস আগে
দ্বিতীয়বারের মতো বাবা হতে যাচ্ছেন বলিউড অভিনেতা ও প্রযোজক আরবাজ খান—এমন গুঞ্জনে মুখর বলিউড পাড়া। ২০২৩ সালের ডিসেম্বরে হেয়ারস্টাইলিস্ট শুরা খানের সঙ্গে বিয়ে করেন ৫৭ বছর বয়সী এই অভিনেতা। এবার আলোচনার কেন্দ্রে তাদের সম্ভাব্য নতুন অতিথির আগমন।টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা গেছে, সম্প্রতি মুম্বাইয়ের একটি রেস্তোরাঁয় আরবাজ ও শুরাকে একসঙ্গে দেখা যায়। সেখানে শুরার পরনে ছিল ঢিলেঢালা গোলাপি রঙের পোশাক, যা দেখে অনেকে ধারণা করছেন তিনি অন্তঃসত্ত্বা। রেস্তোরাঁ থেকে বের হওয়ার সময় শুরার হাতে ধরে ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নামিয়ে আনেন আরবাজ। এরপর গাড়িতে উঠতে গিয়ে তাকে ‘সাবধানে ওঠো’ বলতেও শোনা যায় এই অভিনেতাকে।এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর থেকেই শুরু হয়েছে জোর আলোচনা। নেটিজেনদের অনেকেই মন্তব্য করছেন—“শুরা খান সম্ভবত অন্তঃসত্ত্বা।” যদিও এই বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি আরবাজ খান বা শুরা খান কেউই।উল্লেখ্য, 'পাটনা শুক্লা' সিনেমার সেটে প্রথম পরিচয় হয় আরবাজ ও শুরার। প্রেমের সম্পর্কে জড়ানোর ৯ মাস পর বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। বয়সে ১৫ বছরের ব্যবধান ও উচ্চতার পার্থক্য নিয়েও নানা কটাক্ষের শিকার হয়েছেন তারা, তবে ব্যক্তিজীবনে সুখেই আছেন এই দম্পতি।এর আগে ১৯৯৮ সালে বলিউড অভিনেত্রী মালাইকা আরোরার সঙ্গে প্রথম বিয়ে করেন আরবাজ খান। ২০০২ সালে তাদের ঘর আলো করে আসে পুত্র আরহান। ২০১৬ সালে দাম্পত্য জীবনের ইতি টানেন মালাইকা ও আরবাজ। ২০১৭ সালের মে মাসে বিচ্ছেদ সম্পন্ন হয়। অন্যদিকে, শুরা খানের ক্ষেত্রেও এটি দ্বিতীয় বিয়ে।আর এবার জল্পনা—দ্বিতীয়বার বাবা হতে চলেছেন আরবাজ খান। যদিও বিষয়টি নিয়ে এখনো নিশ্চিত কিছু জানা যায়নি, তবুও বলিউড মহলে বিষয়টি ঘিরে চলছে ব্যাপক আলোচনার ঢেউ।ভোরের আকাশ//হ.র
১ মাস আগে