গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ২৮ মে ২০২৫ ০৩:৫৯ পিএম
যৌথবাহিনীর অভিযানে নকল শিশু খাদ্যসহ গ্রেফতার ২
গাইবান্ধার পৌর এলাকার তিনটি কারখানায় যৌথবাহিনী অভিযানে চালিয়ে নকল শিশু খাদ্যসহ সরঞ্জাম উদ্ধার ৪ লক্ষ ২৫ হাজার টাকা জরিমানাসহ দুই জনকে ১ বছর করে কারাদণ্ড দিয়েছে।
মঙ্গলবার (২৭ মে) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনির অভিযানে গাইবান্ধা পৌর শহরের কুটিপাড়া এলাকায় সরকারি বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া ঢাকাসহ বিভিন্ন ঠিকানা ব্যবহার করে বিভিন্ন ধরনের শিশু খাদ্য সামগ্রী উৎপাদন করছিলেন। খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে যৌথবাহিনী অভিযান চালিয়ে এসব নকল পণ্য উদ্ধার করে। আজ বুধবার দুপুরের উদ্ধার করা নকল খাদ্য সামগ্রীগুলো ধ্বংস করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ ভ্রাম্যমান আদালত বসিয়ে ২০০৯ সালের ভোক্তা অধিকার আইনের ৫০ ধারায় কারখানার দুই মালিককে চার লক্ষ টাকা ও এক বছর করে কারাদন্ড, এছাড়ার আরেক কারখানার মালিক অঞ্জনা আকতার গর্ভবতী থাকায় মানবিক বিবেচনায় ২৫ হাজার টাকা জরিমানাসহ ঘটনার সাথে জড়িত না থাকায় মো বাবুল ও স্বপন কে ছেড়ে দেওয়া হয়।
কারখানার দুটির মালিক কারাদন্ড প্রাপ্ত হলেন, পৌর এলাকার কুটিপাড়া গ্রামে নুরুল ইসলামের ছেলে মো. রঞ্জু মিয়া (৩২) ও হারুন অর রশিদের ছেলে মো. শাকিল মিয়া (৩০)।
এ সময় উপস্থিত ছিলেন, গাইবান্ধা ভোক্তা অধিদপ্তরের সহকারি পরিচালক পরশ চন্দ্র বর্মন, সেনাবাহিনী ক্যাপ্টেন মো আছিব সহ আইনশৃঙ্খলার সদস্যরা।
ভোরের আকাশ/এসএইচ