অগ্রণী ব্যাংক পিএলসি’র বিভিন্ন শাখায় ডাটা কানেক্টিভিটি সেবা প্রদানের নিমিত্তে অগ্রণী ব্যাংকের সাথে ৮টি ভেন্ডর প্রতিষ্ঠানের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।আইটি এন্ড এমআইএস ডিভিশনের উদ্যোগে মঙ্গলবার (২৭ মে) ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলামসহ ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ ও মহাব্যবস্থাপকবৃন্দ এবং ৮টি ডাটা কানেক্টিভিটি সার্ভিস প্রোভাইডরদের ঊর্ধ্বতন প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।এই চুক্তি স্বাক্ষরের ফলে ব্যাংকের ১ হাজার ৪০৭ টি ডাটা কানেক্টিভিটি ও ভিপিএন কানেক্টিভিটি সংযোগ প্রদানের মাধ্যমে কেন্দ্রীয় সার্ভার, শাখাসমূহ এবং অংশীজন প্রতিষ্ঠানের মধ্যে নিরাপদ, নির্ভরযোগ্য ও উচ্চগতির যোগাযোগ নিশ্চিত হবে।ভোরের আকাশ/এসএইট
১ মাস আগে
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় ‘সমন্বিত উন্নয়ন ও অর্থায়ন’ প্রতিপাদ্যে ‘মুন্সীগঞ্জ জেলায় ক্লাস্টার অর্থায়ন-২০২৫’ শীর্ষক এক কর্মশালার আয়োজন করে ব্যাংক আইএফআইসি।সম্প্রতি মুন্সীগঞ্জ সদরের একটি কনভেনশন সেন্টারে ৩২টি সরকারি ও বেসরকারি ব্যাংকের সহযোগিতায় দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অব ব্রাঞ্চ বিজনেস মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আতাউল গনি ওসমানী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) কাজী হুমায়ুন রশীদ, বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের যুগ্ম পরিচালক জান্নাতুল ফেরদৌস তানিয়া ও সহকারী পরিচালক মোহাম্মদ গোলাম রাব্বানী।কর্মশালায় স্বগত বক্তব্য দেন আইএফআইসি ব্যাংকের হেড অব রিটেইল অ্যান্ড এসএমই ফেরদৌসী বেগম।এতে সরকারি-বেসরকারি ৩২টি ব্যাংকের কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি ও উদ্যোক্তারা অংশ নেন।ভোরের আকশ/এসএইচ
১ মাস আগে
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) বিভিন্ন স্তরের কর্মকর্তাদের জন্য সিভিল এভিয়েশন একাডেমি পরিচালিত ফাউন্ডেশন ট্রেনিং কোর্স ও বেসিক অফিস ম্যানেজমেন্ট কোর্সের সনদ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৭ মে) বেবিচক সদর দফতরের অডিটোরিয়ামে এ সনদ বিতরণ করা হয়।এতে প্রধান অতিথি ছিলেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া। তিনি ১৫০ জন প্রশিক্ষণার্থীর হাতে সনদ তুলে দেন। ফাউন্ডেশন কোর্স ও বেসিক অফিস ম্যানেজমেন্ট কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করায় আন্তরিক অভিনন্দন জানান বেবিচক চেয়ারম্যান।মঞ্জুর কবীর ভূঁইয়া বলেন, এই প্রশিক্ষণের উদ্দেশ্য শুধু সনদ অর্জন নয়, বরং প্রশিক্ষণার্থীরা যে জ্ঞান অর্জন করেছে, তা বাস্তব জীবনে প্রয়োগের মাধ্যমে বেসামরিক বিমান চলাচল খাতে একটি গুরত্বপূর্ণ পেশাগত যাত্রার সূচনা করবে।তিনি আরও বলেন, সিভিল এভিয়েশন একাডেমি আন্তর্জাতিকভাবে ICAO TRAINAIR PLUS গোল্ড মেম্বারশিপ অর্জন করেছে, যা আমাদের সম্মিলিত পরিশ্রমের স্বীকৃতি। এই অর্জন দেশের বেসামরিক বিমান খাতে প্রশিক্ষণের মান ও গ্রহণযোগ্যতার প্রমাণ।ভোরের আকাশ/এসএইচ
১ মাস আগে
আগামী নির্বাচনের জন্য সুনির্দিষ্ট তারিখ ঘোষণার সময় এসে গেছে বলে মন্তব্য করেছেন গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। গতকাল মঙ্গলবার দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সিপিডির তৃতীয় অন্তর্র্বর্তীকালীন পর্যালোচনায় মূলপ্রবন্ধ উপস্থাপনকালে এসব কথা বলেন ফাহমিদা খাতুন। এতে বক্তব্য দেন প্রতিষ্ঠানটির সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান। উপস্থিত ছিলেন গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম।ফাহমিদা খাতুন বলেন, দেশি-বিদেশি বিনিয়োগের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন। তা না হলে কর্মসংস্থান হবে না; প্রবৃদ্ধি থেমে যাবে। দারিদ্র্য বেড়ে যাবে। এতে বৈষম্যও বাড়বে। অন্তর্র্বর্তী সরকারের ইতোমধ্যে ৯ মাস চলে গেছে। তাই এখন নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ দেওয়া যুক্তিযুক্ত হবে। সেটা ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ-যেটাই হোক। বিষয়টি হলো, সুনির্দিষ্ট সময় দেওয়া দরকার।নির্বাচনের বিষয়ে মোস্তাফিজুর রহমান বলেন, নির্বাচন না হওয়া পর্যন্ত বিনিয়োগের এই অনিশ্চয়তা কাটবে না। তবে নির্বাচন হয়ে গেলেই বাংলাদেশ দ্রুত প্রবৃদ্ধির জগতে প্রবেশ করবে, তা কিন্তু নয়। প্রয়োজনীয় সংস্কারগুলো করতে হবে। ব্যাংকিং খাত, এনবিআরসহ অন্যান্য খাতের সংস্কার হলেই কেবল বিনিয়োগ বাড়বে। বিনিয়োগের জন্য গ্যাস দেওয়া যাচ্ছে না।তিনি আরও বলেন, বাপেক্সের সক্ষমতা বৃদ্ধির জন্য তো নির্বাচন পর্যন্ত অপেক্ষার প্রয়োজন নেই। ডিজিটালাইজেশনের জন্য নির্বাচন পর্যন্ত অপেক্ষার প্রয়োজন নেই।আসন্ন বাজেটে কালোটাকা সাদা করার বিষয়ে মোস্তাফিজুর রহমান বলেন, যদিও বাজেটে এর বিধান থাকতে পারে, এই ধরনের পদক্ষেপ অর্থনৈতিকভাবে লাভজনক বা নৈতিকভাবে গ্রহণযোগ্য নয় এবং রাজনৈতিকভাবে সমস্যাযুক্ত।আগামী বাজেটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতায় বরাদ্দ প্রসঙ্গে ফাহমিদা বলেন, সরকার মহার্ঘ ভাতা দেওয়ার নীতিগত অনুমোদন দিয়েছে। এখন যে ৫ শতাংশ বিশেষ প্রণোদনা দেওয়া হয়, তার বদলে এটি দেওয়া হবে। এতে সরকারি ব্যয় প্রায় ৭ হাজার কোটি টাকা বেড়ে যাবে। এটা কি সরকারি কর্মকর্তাদের খুশি করতে করা হচ্ছে- প্রশ্ন রাখেন সিপিডির নির্বাহী পরিচালক।তিনি বলেন, অন্যদের জন্য ব্যবস্থা না নিয়ে মহার্ঘ ভাতা ঘোষণা হলে মূল্যস্ফীতির চাপে পড়বে সাধারণ মানুষ। এ ছাড়া এই বরাদ্দ দেওয়ার সময় নিয়ে প্রশ্ন রয়েছে বলে উল্লেখ করেন তিনি।এদিকে চলতি ২০২৪-২৫ অর্থবছরের রাজস্ব লক্ষ্যমাত্রা আদায়ে বছরের বাকি সময়ে ৬৪ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে হবে। অর্থ বছর শেষ হবে আগামী ৩০ জুন। এই সময়ে এটা আদায় করা প্রায় অসম্ভব হবে বলে মনে করছেন ফাহমিদা।তিনি বলেন, চলতি অর্থবছরের মার্চ পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আদায় করা রাজস্বের প্রবৃদ্ধি হয়েছে মাত্র ২ দশমিক ৮ শতাংশ, গত বছর যা ছিল ১০ দশমিক ৭ শতাংশ।এ ছাড়া জুলাই-জানুয়ারি সময়ে সামগ্রিক রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ৩ শতাংশ। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ১৩ দশমিক ৭ শতাংশ। ফাহিমদা খাতুন মনে করেন, এনবিআরের চলমান সংস্কার কার্যক্রম অব্যাহত রাখা উচিত।পুঁজিবাজার প্রসঙ্গে ফাহমিদা খাতুন বলেন, বিভিন্ন সময়ে অবহেলা ও বাজার কারসাজির কারণে পুঁজিবাজারে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছে মন্তব্য করে গবেষণা প্রতিষ্ঠান সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন জানিয়েছেন, গত ১৬ বছরে পুঁজিবাজারে তার প্রকৃত মূল্য ৩৭.৬ শতাংশ কমেছে।তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিভিন্ন খাতে সংস্কার করা হচ্ছে। পুঁজিবাজার সংস্কারে একটা টাস্কফোর্স করা হয়েছে। কিন্তু সেখানে খুব একটা অগ্রগতি দেখা যাচ্ছে না।তিনি আরও বলেন, পুঁজিবাজারে পাঁচটি চ্যালেঞ্জ আছে। তার মধ্যে রয়েছে- নিম্নমানের আইপিও, আর্থিক প্রতিবেদনে অনিয়ম, বিও অ্যাকাউন্টে স্বচ্ছতার অভাব, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের প্রশ্নবিদ্ধ আচরণ ও সেকেন্ডারি মার্কেটে কারসাজি। এগুলোর উন্নতি করতে হবে।সিপিডির নির্বাহী পরিচালক আরও বলেন, গত ৯ মাসে ডিএসইতে বিভিন্ন সূচকের ওঠানামা দেখতে পাচ্ছি। ধারাবাহিকভাবে সূচক নিম্নমুখী থেকেছে। খুব দ্রুত তা ৬ হাজার পয়েন্ট অতিক্রম করেছে। অভ্যন্তরীণ লেনদেনে কারসাজি অব্যাহত রয়েছে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া ব্যাংকিং খাতে সুশাসন আনতে বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা নিশ্চিত করা, বেসরকারি ব্যাংকের পরিচালনা বোর্ডের জবাবদিহিতা নিশ্চিত করার পরামর্শ দেন ফাহমিদা খাতুন।ভোরের আকাশ/এসএইচ
১ মাস আগে