ভোরের আকাশ ডেস্ক
প্রকাশ : ২৮ মে ২০২৫ ০৩:৩১ পিএম
বেবিচক ফাউন্ডেশনে দুই কোর্সের সনদ বিতরণ
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) বিভিন্ন স্তরের কর্মকর্তাদের জন্য সিভিল এভিয়েশন একাডেমি পরিচালিত ফাউন্ডেশন ট্রেনিং কোর্স ও বেসিক অফিস ম্যানেজমেন্ট কোর্সের সনদ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৭ মে) বেবিচক সদর দফতরের অডিটোরিয়ামে এ সনদ বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া। তিনি ১৫০ জন প্রশিক্ষণার্থীর হাতে সনদ তুলে দেন। ফাউন্ডেশন কোর্স ও বেসিক অফিস ম্যানেজমেন্ট কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করায় আন্তরিক অভিনন্দন জানান বেবিচক চেয়ারম্যান।
মঞ্জুর কবীর ভূঁইয়া বলেন, এই প্রশিক্ষণের উদ্দেশ্য শুধু সনদ অর্জন নয়, বরং প্রশিক্ষণার্থীরা যে জ্ঞান অর্জন করেছে, তা বাস্তব জীবনে প্রয়োগের মাধ্যমে বেসামরিক বিমান চলাচল খাতে একটি গুরত্বপূর্ণ পেশাগত যাত্রার সূচনা করবে।
তিনি আরও বলেন, সিভিল এভিয়েশন একাডেমি আন্তর্জাতিকভাবে ICAO TRAINAIR PLUS গোল্ড মেম্বারশিপ অর্জন করেছে, যা আমাদের সম্মিলিত পরিশ্রমের স্বীকৃতি। এই অর্জন দেশের বেসামরিক বিমান খাতে প্রশিক্ষণের মান ও গ্রহণযোগ্যতার প্রমাণ।
ভোরের আকাশ/এসএইচ