বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ২৮ মে ২০২৫ ০৪:৪৪ পিএম
অনলাইন পেজের প্রতারণার ফাঁদে অর্থ খোয়াচ্ছে শত শত মানুষ
যশোরের ভারত সীমান্তবর্তী শহর বেনাপোলে কয়েক বছর ধরে বিভিন্ন নামে ফেসবুকে ভারতীয় পণ্য বিক্রীর বিজ্ঞাপন দিয়ে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র।
সাধারণত “বেনাপোল বর্ডার ক্রস বাইক”, “অনলাইন শপ”, “ইন্ডিয়ান প্রোডাক্ট ইন বাংলাদেশ”-এমন নানা নামে পেজ খোলা হয়। এসব পেজে ভারতীয় বর্ডার ক্রস বাইক, কাস্টমস বাইক, মোবাইল, ক্যামেরা, টিভি, ফ্রিজ, ইত্যাদি পর্ণের আকর্ষণীয় ছবি ও কম দামের অফার দিয়ে গ্রাহকদের আকৃষ্ট করা হয়। বাইক কিনতে অগ্রিম কোন টাকা দিতে হবেনা শুধু ডেলিভারি চার্জের জন্য ৫ হাজার থেকে ১০ হাজার দিয়ে বুকিংক করতে হবে। এভাবেই ক্রেতাকে বোকা বানিয়ে বিভিন্ন ভাবে টাকা হাতিয়ে নিয়ে চলছে প্রতারণার এই রমরমা ব্যবসা।
ঢাকার কামরুল হোসেন নামে প্রশাসনে চাকুরীরত এক যুবক জানান, তিনি “অনলাইন শপ” নামের একটি ফেসবুক পেজ থেকে একটি ফ্রিজ অর্ডার করেন। ক্যাশ অন ডেলিভারি দেওয়ার কথা ছিল ফ্রিজটি। দুইদিন পর এক ব্যক্তি নিজেকে ‘ডেলিভারি ম্যান’ পরিচয়ে ফোন করে বলেন, “পণ্য পাঠাতে হলে কোড লাগবে। তখন পেজে দেওয়া নাম্বারে কল দিলে তারা বলে ফ্রিজ তো চলেই গেছে টাকা না পাঠালে কোড দেওয়া হয়না, টাকা আগে পাঠাতে হবে।” সরল বিশ্বাসে টাকা পাঠানোর পর থেকে আর কোনো যোগাযোগ সম্ভব হয়নি, পেজও বন্ধ।
নারায়ণগঞ্জের গার্মেন্টকর্মী সাবিনা আক্তার জানান, তিনি ১২০০ টাকা অগ্রিম দিয়ে একটি সাইকেল অর্ডার করেন। পরে পেজ এবং বিকাশ নম্বর দুটিই বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানায় প্রতিনিয়ত অভিযোগ জমা পড়ছে। জেলা গোয়েন্দা সংস্থার অভিযানে কিছু প্রতারক গ্রেফতারও হয়েছে। কিন্তু প্রতারণার ঘটনা থেমে নেই। নতুন নামে পেজ খুলে অসংখ্য চক্র নানা কৌশলে প্রতারণা করছে।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস এ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক মোস্তাফিজ্জোহা সেলিম জানান, বেনাপোলের নাম ভাঙিয়ে অনলাইন প্রতারণা এখন সীমান্ত ছাড়িয়ে সারা দেশে ছড়িয়ে পড়েছে। এক যুগেরও বেশি সময় ধরে একটি চক্র এ ফাঁদ পেতে ঠকাচ্ছে মানুষকে। তবে প্রতারণার ধরন যতই পাল্টাক এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহবান জানান এ ব্যবসায়ী নেতা।
বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রাসেল মিয়া জানান, প্রতারণার ধরন দিন দিন বদলাচ্ছে। এসব ঘটনায় মানুষকে আরও সচেতন হতে হবে। আগে এ চক্রকে কঢেক জনকে গ্রেফতার করা হয়েছিল। আবার নাম পাল্টিয়ে প্রতারনা চালাচ্ছে। যাচাই-বাছাই ছাড়া অনলাইনে কোনো পণ্য অর্ডার না দেওয়ার পরামর্শ দেন তিনি।
ভোরের আকাশ/এসআই