ভোরের আকাশ ডেস্ক
প্রকাশ : ২৮ মে ২০২৫ ০৩:৩৫ পিএম
আইএফআইসি ব্যাংকের আয়োজনে কর্মশালা
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় ‘সমন্বিত উন্নয়ন ও অর্থায়ন’ প্রতিপাদ্যে ‘মুন্সীগঞ্জ জেলায় ক্লাস্টার অর্থায়ন-২০২৫’ শীর্ষক এক কর্মশালার আয়োজন করে ব্যাংক আইএফআইসি।
সম্প্রতি মুন্সীগঞ্জ সদরের একটি কনভেনশন সেন্টারে ৩২টি সরকারি ও বেসরকারি ব্যাংকের সহযোগিতায় দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অব ব্রাঞ্চ বিজনেস মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আতাউল গনি ওসমানী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) কাজী হুমায়ুন রশীদ, বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের যুগ্ম পরিচালক জান্নাতুল ফেরদৌস তানিয়া ও সহকারী পরিচালক মোহাম্মদ গোলাম রাব্বানী।
কর্মশালায় স্বগত বক্তব্য দেন আইএফআইসি ব্যাংকের হেড অব রিটেইল অ্যান্ড এসএমই ফেরদৌসী বেগম।
এতে সরকারি-বেসরকারি ৩২টি ব্যাংকের কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি ও উদ্যোক্তারা অংশ নেন।
ভোরের আকশ/এসএইচ