যশোরের ভারত সীমান্তবর্তী শহর বেনাপোলে কয়েক বছর ধরে বিভিন্ন নামে ফেসবুকে ভারতীয় পণ্য বিক্রীর বিজ্ঞাপন দিয়ে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র।সাধারণত “বেনাপোল বর্ডার ক্রস বাইক”, “অনলাইন শপ”, “ইন্ডিয়ান প্রোডাক্ট ইন বাংলাদেশ”-এমন নানা নামে পেজ খোলা হয়। এসব পেজে ভারতীয় বর্ডার ক্রস বাইক, কাস্টমস বাইক, মোবাইল, ক্যামেরা, টিভি, ফ্রিজ, ইত্যাদি পর্ণের আকর্ষণীয় ছবি ও কম দামের অফার দিয়ে গ্রাহকদের আকৃষ্ট করা হয়। বাইক কিনতে অগ্রিম কোন টাকা দিতে হবেনা শুধু ডেলিভারি চার্জের জন্য ৫ হাজার থেকে ১০ হাজার দিয়ে বুকিংক করতে হবে। এভাবেই ক্রেতাকে বোকা বানিয়ে বিভিন্ন ভাবে টাকা হাতিয়ে নিয়ে চলছে প্রতারণার এই রমরমা ব্যবসা।ঢাকার কামরুল হোসেন নামে প্রশাসনে চাকুরীরত এক যুবক জানান, তিনি “অনলাইন শপ” নামের একটি ফেসবুক পেজ থেকে একটি ফ্রিজ অর্ডার করেন। ক্যাশ অন ডেলিভারি দেওয়ার কথা ছিল ফ্রিজটি। দুইদিন পর এক ব্যক্তি নিজেকে ‘ডেলিভারি ম্যান’ পরিচয়ে ফোন করে বলেন, “পণ্য পাঠাতে হলে কোড লাগবে। তখন পেজে দেওয়া নাম্বারে কল দিলে তারা বলে ফ্রিজ তো চলেই গেছে টাকা না পাঠালে কোড দেওয়া হয়না, টাকা আগে পাঠাতে হবে।” সরল বিশ্বাসে টাকা পাঠানোর পর থেকে আর কোনো যোগাযোগ সম্ভব হয়নি, পেজও বন্ধ।নারায়ণগঞ্জের গার্মেন্টকর্মী সাবিনা আক্তার জানান, তিনি ১২০০ টাকা অগ্রিম দিয়ে একটি সাইকেল অর্ডার করেন। পরে পেজ এবং বিকাশ নম্বর দুটিই বন্ধ পাওয়া যায়।এ বিষয়ে বেনাপোল পোর্ট থানায় প্রতিনিয়ত অভিযোগ জমা পড়ছে। জেলা গোয়েন্দা সংস্থার অভিযানে কিছু প্রতারক গ্রেফতারও হয়েছে। কিন্তু প্রতারণার ঘটনা থেমে নেই। নতুন নামে পেজ খুলে অসংখ্য চক্র নানা কৌশলে প্রতারণা করছে।বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস এ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক মোস্তাফিজ্জোহা সেলিম জানান, বেনাপোলের নাম ভাঙিয়ে অনলাইন প্রতারণা এখন সীমান্ত ছাড়িয়ে সারা দেশে ছড়িয়ে পড়েছে। এক যুগেরও বেশি সময় ধরে একটি চক্র এ ফাঁদ পেতে ঠকাচ্ছে মানুষকে। তবে প্রতারণার ধরন যতই পাল্টাক এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহবান জানান এ ব্যবসায়ী নেতা।বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রাসেল মিয়া জানান, প্রতারণার ধরন দিন দিন বদলাচ্ছে। এসব ঘটনায় মানুষকে আরও সচেতন হতে হবে। আগে এ চক্রকে কঢেক জনকে গ্রেফতার করা হয়েছিল। আবার নাম পাল্টিয়ে প্রতারনা চালাচ্ছে। যাচাই-বাছাই ছাড়া অনলাইনে কোনো পণ্য অর্ডার না দেওয়ার পরামর্শ দেন তিনি। ভোরের আকাশ/এসআই
১ মাস আগে
মানিকগঞ্জর সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের ঘোনা-সদরপুর গ্রামে একটি পুরনো কালীমন্দিরে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে মন্দিরের ঘর ও কালী প্রতিমা পুড়ে গেছে। মঙ্গলবার (২৭ মে) দিনগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।মন্দির কমিটির সভাপতি যুগল চন্দ্র দাস জানান, গভীর রাতে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে মন্দিরে। কে বা কারা আগুন দিয়েছে তা জানা যায়নি। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে মন্দিরের বেশিরভাগ অংশ পুড়ে যায়।তিনি আরও বলেন, প্রায় ৫০ বছর আগে মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল। এর আগে কখনো এমন অঘটন ঘটেনি।ঘটনার খবর পেয়ে বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন মানিকগঞ্জের পুলিশ সুপার মোসা. ইয়াছমিন খাতুনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।পুলিশ সুপার মোসা. ইয়াছমিন খাতুন জানান, ‘ঘটনার তদন্ত শুরু হয়েছে। যারা জড়িত, তাদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।ভোরের আকাশ/এসএইচ
১ মাস আগে
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে দুই দিনব্যাপী করে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি মঙ্গলবার (২৭ মে) বিকাল সাড়ে পাঁচটায় শেষ হয়েছে।শনিবার (১৭ মে) উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আবদুল কাইয়ূম। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং স্থানীয় সরকার, ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহযোগিতায় এবং ইউএনডিপির কারিগরি সহযোগিতায় মাঠ পর্যায়ে সরকারের সহযোগী সংস্থা হিসেবে প্রকল্পটি বাস্তবায়নে সহযোগিতা করেছে ওয়েভ ফাউন্ডেশন।প্রশিক্ষণে উপজেলার ১১টি ইউনিয়নের নির্বাচিত ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যরা অংশগ্রহণ করেন। তাদেরকে গ্রাম আদালতের কার্যপ্রণালি, আইনগত কাঠামো এবং বিচার প্রক্রিয়ার বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। মোট ১১টি ইউনিয়নের ৫টি ব্যাচ। প্রতি ব্যাচ দুই দিনব্যাপী করে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রতিটি ব্যাচে প্রশিক্ষণ পূর্বমূল্যায়ন প্রশ্নমালা পরীক্ষা এবং প্রশিক্ষণোত্তর মূল্যায়ন প্রশ্নমালা পরীক্ষা গ্রহন করা হয়। উপজেলায় ইউনিয়নগুলোতে গ্রাম আদালতের কার্যক্রম পূর্বের তুলনায় গতিশীল হয়েছে। ১৭ মে শুরু হয়ে ২৭ মে বিকেল সাড়ে পাঁচটায় শেষ হয়।প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম, অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ রাইসুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মুজিবুর রহমান, সমাজসেবা কর্মকর্তা মোঃ শফিকুল আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা আলমগীর হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঠবাড়িয়া থানার তদন্ত কর্মকর্তা আব্দুল হালিম, উপজেলা সমন্বয়কারী বেলাল হোসাইন।ভোরের আকাশ/এসএইচ
১ মাস আগে