বিনোদন প্রতিবেদন
প্রকাশ : ২৭ মে ২০২৫ ০৮:৪২ পিএম
তাণ্ডব ছবির ডাবিং নিয়ে কলকাতায় ব্যস্ত শাকিব-জয়া
ঈদের সিনেমা ‘তাণ্ডবের’ কাজে কলকাতায় ব্যস্ত সময় পার করছেন শাকিব খান এবং জয়া আহসান। আনন্দবাজার লিখেছে, সেখানে এই সিনেমার ডাবিং চলছে। সে কারণেই কলকাতায় তারা। তাদের সঙ্গে সিনেমার পরিচালক রায়হান রাফী এবং প্রযোজক শাহরিয়ার শাকিলও কলকাতায় আছেন।
শাকিব ও জয়া ডাবিংয়ের কাজ করছেন শহরের ‘অরাল স্টুডিওতে। দিনের কাজ শেষে সন্ধ্যার পর পশ্চিমঙ্গের অভিনয় শিল্পী শ্রাবন্তী চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্যের সঙ্গে দেখা সাক্ষাতের কাজও সেরে নিচ্ছেন তারা। ‘তাণ্ডব’ অ্যাকশন ঘরানার সিনেমা।
এর মধ্যে সিনেমার এক মিনিট ৪১ সেকেন্ডের ফোরকাস্ট সামনে এসেছে। সেখানে জয়া আহসান আছেন অস্ত্র তাক করে। অন্যদিকে, শাকিব তার মুখ ঢেকেছেন ‘মাঙ্কি মাস্কে’। তাকে কখনো রাস্তায় অস্ত্রহাতে, আবার কখনো জেলখানায় পাওয়া যায়।
সিনেমাটি নিয়ে রাফী বলেছেন ‘তাণ্ডবে’ তিনি এমন কিছু করতে চেয়েছেন যা বাংলাদেশের সিনেমায় আগে কেউ করেনি। ‘দর্শকের ভালো কিছু দেয়ার প্রত্যয় সবসময় থাকে। এবারও দর্শকরা সেই নতুন কিছু পাবেন।’
‘তাণ্ডব’ প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সহ-প্রযোজনায় আছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। সহযোগিতা করেছে দীপ্ত।
সিনেমার বাকি অভিনয়শিল্পীদের নাম শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রযোজকেরা।
ভোরের আকাশ/এসএইচ