বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৮ মে ২০২৫ ০১:০১ এএম
৫৭ বছর বয়সে বাবা হতে যাচ্ছেন আরবাজ খান? উঠেছে গুঞ্জন
দ্বিতীয়বারের মতো বাবা হতে যাচ্ছেন বলিউড অভিনেতা ও প্রযোজক আরবাজ খান—এমন গুঞ্জনে মুখর বলিউড পাড়া। ২০২৩ সালের ডিসেম্বরে হেয়ারস্টাইলিস্ট শুরা খানের সঙ্গে বিয়ে করেন ৫৭ বছর বয়সী এই অভিনেতা। এবার আলোচনার কেন্দ্রে তাদের সম্ভাব্য নতুন অতিথির আগমন।
টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা গেছে, সম্প্রতি মুম্বাইয়ের একটি রেস্তোরাঁয় আরবাজ ও শুরাকে একসঙ্গে দেখা যায়। সেখানে শুরার পরনে ছিল ঢিলেঢালা গোলাপি রঙের পোশাক, যা দেখে অনেকে ধারণা করছেন তিনি অন্তঃসত্ত্বা। রেস্তোরাঁ থেকে বের হওয়ার সময় শুরার হাতে ধরে ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নামিয়ে আনেন আরবাজ। এরপর গাড়িতে উঠতে গিয়ে তাকে ‘সাবধানে ওঠো’ বলতেও শোনা যায় এই অভিনেতাকে।
এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর থেকেই শুরু হয়েছে জোর আলোচনা। নেটিজেনদের অনেকেই মন্তব্য করছেন—“শুরা খান সম্ভবত অন্তঃসত্ত্বা।” যদিও এই বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি আরবাজ খান বা শুরা খান কেউই।
উল্লেখ্য, 'পাটনা শুক্লা' সিনেমার সেটে প্রথম পরিচয় হয় আরবাজ ও শুরার। প্রেমের সম্পর্কে জড়ানোর ৯ মাস পর বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। বয়সে ১৫ বছরের ব্যবধান ও উচ্চতার পার্থক্য নিয়েও নানা কটাক্ষের শিকার হয়েছেন তারা, তবে ব্যক্তিজীবনে সুখেই আছেন এই দম্পতি।
এর আগে ১৯৯৮ সালে বলিউড অভিনেত্রী মালাইকা আরোরার সঙ্গে প্রথম বিয়ে করেন আরবাজ খান। ২০০২ সালে তাদের ঘর আলো করে আসে পুত্র আরহান। ২০১৬ সালে দাম্পত্য জীবনের ইতি টানেন মালাইকা ও আরবাজ। ২০১৭ সালের মে মাসে বিচ্ছেদ সম্পন্ন হয়। অন্যদিকে, শুরা খানের ক্ষেত্রেও এটি দ্বিতীয় বিয়ে।
আর এবার জল্পনা—দ্বিতীয়বার বাবা হতে চলেছেন আরবাজ খান। যদিও বিষয়টি নিয়ে এখনো নিশ্চিত কিছু জানা যায়নি, তবুও বলিউড মহলে বিষয়টি ঘিরে চলছে ব্যাপক আলোচনার ঢেউ।
ভোরের আকাশ//হ.র