বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৬ মে ২০২৫ ০৬:১২ এএম
একাধিক গোয়েন্দা সংস্থার এজেন্ট! নিজের অভিজ্ঞতা শেয়ার করলেন বাঁধন
প্রতিভাবান অভিনেত্রী আজমেরী হক বাঁধন একাধিক নাটক, মডেলিং ও চলচ্চিত্রে অভিনয় করে ইতিমধ্যেই দর্শকদের মন জয় করেছেন। দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি। এমনকি ‘কান’ চলচ্চিত্র উৎসবেও প্রশংসিত হয়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি এক ব্যতিক্রমধর্মী অভিজ্ঞতা শেয়ার করে আলোচনায় এলেন তিনি।
রোববার (২৫ মে) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে বাঁধন জানান, কীভাবে তাকে একাধিক দেশের গোয়েন্দা সংস্থার সদস্য হিসেবে সন্দেহ করা হয়েছে এবং তাতে তার ক্যারিয়ারে কী প্রভাব পড়েছে।
২০২১ সালে বলিউডের ‘খুফিয়া’ নামের একটি সিনেমায় ‘র’ এজেন্ট চরিত্রে অভিনয় করেন বাঁধন। সহশিল্পী হিসেবে ছিলেন বলিউড অভিনেত্রী তাবু। কিন্তু সিনেমার প্রিমিয়ারে অংশ নিতে বাঁধনকে পাঁচবার ভিসা প্রত্যাখ্যানের মুখে পড়তে হয় বলে জানান তিনি।
তার ভাষ্য, “ভারতীয় হাইকমিশন থেকে জানানো হয়, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের সঙ্গে একটি ছবির কারণে উদ্বেগ তৈরি হয়েছে। এরপর দেশের কয়েকজন উচ্চপদস্থ বন্ধুর সহায়তায় এক মাসের সিঙ্গেল এন্ট্রি ভিসা পাই। পরে জানতে পারি, আমার সিনেমারই একজন অভিনেতা এই ভিসা জটিলতার পেছনে জড়িত।”
তিনি জানান, এই ঘটনার ফলে বলিউড ও কলকাতায় বেশ কিছু সম্ভাবনাময় কাজ হাতছাড়া হয়েছে তার।
জুলাই মাসের রাজনৈতিক উত্তেজনা ও আন্দোলন প্রসঙ্গে বাঁধন বলেন, “তখন আমাকে বলা হয় আমি সিআইএর এজেন্ট, আবার কেউ বলেছে ইউএসএইড থেকে টাকা নিয়েছি। এরপর বলা হলো আমি জামায়াত কর্মী, কারণ আমার প্রোফাইলে এক জামায়াত নেতার ছবি ছিল। এর মধ্যেই কেউ বললো আমি মোসাদের সদস্য, আবার গতকাল আমাকে বলা হলো ‘র’ এজেন্ট।”
তিনি আরও জানান, সরকারের ঘনিষ্ঠ এক বন্ধুও তাকে কটাক্ষ করে বলেন, “টাকা খাইছো?”
সামাজিক ও রাজনৈতিক পরিবেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বাঁধন বলেন, “আমরা এমন এক সমাজে বাস করছি, যেখানে কেউ দেশকে ভালোবাসে না, এবং সবাই ভাবে কেউই দেশকে ভালোবাসে না।”
ভোরের আকাশ//হ.র