বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৪ মে ২০২৫ ১১:২৬ পিএম
৫৪ বছর বয়সে চলে গেলেন বলিউড অভিনেতা মুকুল দেব
মাত্র ৫৪ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন বলিউডের পরিচিত মুখ, অভিনেতা মুকুল দেব। দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন তিনি এবং শেষ কয়েকটি দিন হাসপাতালে আইসিইউতে ভর্তি ছিলেন।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ২৩ মে (শুক্রবার) রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেতা।
পারিবারিক সূত্রে জানা গেছে, মুকুল দেব শারীরিক অসুস্থতার পাশাপাশি মানসিকভাবেও বেশ ভেঙে পড়েছিলেন। মা-বাবার মৃত্যুর পর থেকে তিনি নিজেকে অনেকটা গুটিয়ে নিয়েছিলেন। জনসম্মুখে কম আসতেন এবং খুব কমই কারো সঙ্গে যোগাযোগ রাখতেন।
তার মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন অভিনেতা বিন্দু দারা সিং। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, "মুকুল আর কখনও নিজেকে বড় পর্দায় দেখতে পারবে না—এটা মেনে নেওয়া সত্যিই কষ্টকর।"
মুকুল দেব তার কর্মজীবন শুরু করেন একজন মডেল হিসেবে। পরে বলিউডে আত্মপ্রকাশ করেন এবং ‘দস্তক’ সিনেমায় সুস্মিতা সেনের বিপরীতে নায়ক চরিত্রে অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন। তবে মূলত পার্শ্বচরিত্র ও খলনায়কের ভূমিকায় তার অভিনয় দক্ষতা দর্শকদের মনে জায়গা করে নেয়।
তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে:
হিন্দি: দস্তক, সরফরোশ, ওয়াজুদ, হিম্মতওয়ালা, কোহরাম, জাস্ট ম্যারেড, দে তালি, রজনী
বাংলা: অভিসন্ধী, আওয়ারা, বচ্চম, সুলতান: দ্য সেভিয়ার
এছাড়াও তিনি তামিল ও তেলেগু ভাষার ছবিতেও অভিনয় করেছেন।
উল্লেখ্য, মুকুল দেবের ভাই রাহুল দেব বলিউডে খলনায়কের চরিত্রে বেশ পরিচিত মুখ। মুকুলের হঠাৎ মৃত্যুতে বলিউড অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী ও ভক্তরা সামাজিক মাধ্যমে তাকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন।
ভোরের আকাশ//হ.র