স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ মে ২০২৫ ১০:৩৩ পিএম
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালকে হারালো বার্সা
চলমান মৌসুমে রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয়ের ধারাতেই থাকলো বার্সেলোনা। রোববার ঘরের মাঠে শুরুতেই তারা দুই গোলে পিছিয়ে পড়েও আরেকবার দারুণ প্রত্যাবর্তনের দৃষ্টান্ত তৈরি করলো তারা। কিলিয়ান এমবাপ্পে হ্যাটট্রিক করে রোমাঞ্চ জাগালেও শেষ পর্যন্ত রিয়াল এই মৌসুমে বার্সার বিপক্ষে চার ম্যাচ খেলে সবগুলোই হারলো।
চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের কাছে হারের ক্ষত এখনো পুরোপুরি শুকায়নি বার্সেলোনার। হতাশ হয়ে বসে থাকলে তো আর চলবে না। রিয়াল মাদ্রিদের বিপক্ষে তাই উজ্জীবিত দেখা গেল তাদের। নয়তো ১৪ মিনিটে দুই গোলে পিছিয়ে যাওয়ার পর ঘুরে দাঁড়ানোর আত্মবিশ্বাস খুব কম দলেরই থাকে।
স্প্যানিশ সুপার কাপ, লা লিগা এবং কোপা দেল রের ফাইনাল মিলিয়ে এই মৌসুমে চার সাক্ষাতের চার বারই বার্সেলোনার কাছে হারল রিয়াল মাদ্রিদ। অলিম্পিক স্টেডিয়ামে তাদের বিপক্ষে ৪-৩ গোলের রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে বার্সা।
ম্যাচের শুরুতে যে এমন বারুদের দেখা মিলবে, তা অনুমিত ছিল। ম্যাচের চতুর্থ মিনিটে বক্সের ভেতর কিলিয়ান এমবাপ্পেকে ফাউল করে বিপদ ডেকে আনেন বার্সা গোলরক্ষক ভয়চেক সেজনি। স্পটকিক থেকে রিয়ালকে এগিয়ে নিতে কোনো ভুল করেননি এমবাপ্পে। যদিও তিনি যেদিকে শট নিয়েছেন, সেদিকে ধাবিত হয়েছিলেন সেজনি। কিন্তু ঠেকানো তো দূরের কথা ছুঁতেও পারেননি এই গোলরক্ষক।
১৪ মিনিটে আবারও সেজনিকে পরাস্ত করেন এমবাপ্পে। পাল্টা আক্রমণে উঠে বাঁ প্রান্ত থেকে তাঁর দিকে বল বাড়ান ভিনিসিয়ুস জুনিয়র। অফসাইডের ফাঁদ এড়িয়ে দারুণ এক শটে কীর্তিতে নাম লেখান এমবাপ্পে। এই গোল দিয়ে ৩২ বছরের রেকর্ড ভাঙলেন তিনি। মৌসুমের শুরুটা ছিল একবারে মলিন। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে রিয়ালের জার্সিতে নিজেকে মানিয়ে নিয়েছেন এমবাপ্পে। মৌসুম যদিও এখনো শেষ হয়নি। সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ৩৮ গোল করেছেন তিনি। রিয়ালের হয়ে প্রথম মৌসুমে এর চেয়ে বেশি গোল করতে পারেননি আর কোনো ফুটবলার। ১৯৯২-৯৩ মৌসুমে লস ব্লাঙ্কোসদের হয়ে ৩৭ গোল করেন ইভান জামোরানো।
ভোরের আকাশ/এসআই