স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২৮ মে ২০২৫ ১২:২৩ এএম
রিয়ালে ‘১০’ নম্বর জার্সিতে এমবাপ্পে
রিয়াল মাদ্রিদের রাজকীয় ঐতিহ্যের অন্যতম প্রতীক ‘১০’ নম্বর জার্সি এবার কাঁধে তুলছেন কিলিয়ান এমবাপ্পে। ক্লাবটির ইতিহাসে এই জার্সি শুধুই একটি নম্বর নয়, এটি লুকা মদরিচ, লুইস ফিগো, ওয়েসলি স্নেইডার, ক্লারেন্স সিডর্ফ ও মাইকেল লাউড্রুপের মতো কিংবদন্তিদের গর্বের প্রতীক।
২০২৪ সালের গ্রীষ্মে পিএসজি ছাড়ার পর রিয়াল মাদ্রিদে যোগ দেন ফরাসি সুপারস্টার এমবাপ্পে। শুরুতে করিম বেনজেমার বিদায়ের পর ‘৯’ নম্বর জার্সি গায়ে চাপিয়ে ক্যারিয়ার শুরু করলেও, নতুন মৌসুমে বড় এক পরিবর্তনের দিকে এগোচ্ছেন তিনি। ক্লাবটির মিডফিল্ড কিংবদন্তি লুকা মদরিচের বিদায়ের পর ‘১০’ নম্বর জার্সিটি বর্তমানে ফাঁকা, আর সেটিই এবার অলংকৃত করতে যাচ্ছেন গোলমেশিন এমবাপ্পে।
‘এল চিরিনগুইতো’ সূত্রে জানা গেছে, ক্লাব ম্যানেজমেন্ট ইতিমধ্যেই এই সিদ্ধান্ত চূড়ান্ত করেছে যে পরবর্তী মৌসুম থেকে এমবাপ্পে পরবেন ‘১০’ নম্বর জার্সি।
গত মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে ৪৩ গোল করে ইউরোপিয়ান গোল্ডেন বুট ও লা লিগার সর্বোচ্চ গোলদাতার খেতাব জেতেন এমবাপ্পে। তবে উয়েফা সুপার কাপ ও ইন্টারকন্টিনেন্টাল কাপ ছাড়া বড় কোনো শিরোপা না পাওয়ায় কিছুটা হতাশাও ছিল তার পারফরম্যান্স ঘিরে।
তবে নতুন নম্বর, নতুন দায়িত্ব ও আরও পরিণত মানসিকতা নিয়ে ২০২৫-২৬ মৌসুমে নিজেকে নতুনভাবে তুলে ধরতে প্রস্তুত এই ফরাসি তারকা। মাদ্রিদের সমর্থকদের প্রত্যাশা, এবার হয়তো সত্যিকার অর্থেই এমবাপ্পের যুগ শুরু হতে যাচ্ছে বার্নাব্যুতে।
ভোরের আকাশ//হ.র