স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২৬ মে ২০২৫ ০৬:১৪ এএম
তিন বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদের কোচ জাবি আলোনসো
জল্পনার অবসান ঘটিয়ে রিয়াল মাদ্রিদের ডাগআউটে আনুষ্ঠানিকভাবে ফিরলেন ক্লাবটির সাবেক মিডফিল্ডার জাবি আলোনসো। স্প্যানিশ ক্লাবটি রোববার এক বিবৃতিতে জানিয়েছে, আগামী তিন মৌসুমের জন্য আলোনসোর সঙ্গে চুক্তি করেছে তারা। নতুন এই চুক্তি অনুযায়ী ২০২৫ সালের ১ জুন থেকে ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত রিয়ালের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।
রিয়ালের বর্তমান কোচ কার্লো আনচেলত্তির বিদায়ের পর থেকেই আলোচনায় ছিলেন আলোনসো। আনচেলত্তি ক্লাব ছাড়ার পর ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেন। এরপরই রিয়ালের কোচ হিসেবে আলোনসোর নাম প্রায় নিশ্চিত ছিল।
রিয়ালের দেওয়া বিবৃতিতে বলা হয়, "জাবি আলোনসো রিয়াল মাদ্রিদ এবং বিশ্ব ফুটবলের অন্যতম কিংবদন্তি। আমরা আনন্দিত যে তিনি আবার আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, এবার ভিন্ন ভূমিকায়।"
২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত রিয়ালের জার্সি গায়ে মাঠ কাঁপানো আলোনসো এবার ফিরছেন নতুন ভূমিকায়। খেলোয়াড় হিসেবে ক্লাবটির হয়ে তিনি ২৩৬টি ম্যাচে মাঠে নামেন এবং জিতেছেন একটি চ্যাম্পিয়নস লিগ, একটি লা লিগা, দুটি কোপা দেল রে, একটি ইউরোপিয়ান সুপার কাপ ও একটি স্প্যানিশ সুপার কাপ।
সর্বশেষ ২০২৩–২৪ মৌসুমে জার্মান ক্লাব বায়ার লেভারকুসেনকে বুন্দেসলিগা শিরোপা এনে দিয়ে প্রশংসার ঝড় তোলেন আলোনসো। যদিও শেষ মৌসুমে দল দ্বিতীয় স্থানে থেকে লিগ শেষ করে, তারপরও কোচ হিসেবে তার কৌশল ও নেতৃত্ব ব্যাপক প্রশংসিত হয়।
এই অর্জনের পরেই রিয়ালের ডাগআউটে তার প্রত্যাবর্তন রীতিমতো আলোচনার কেন্দ্রে পরিণত হয়।
ভোরের আকাশ//হ.র