স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২৬ মে ২০২৫ ০৬:১৩ এএম
ব্রাজিলের কোচ হিসেবে আনচেলত্তির যাত্রা শুরু, স্কোয়াড ঘোষণায় চমক
রিয়াল মাদ্রিদের সঙ্গে সফল অধ্যায়ের পর নতুন মিশনে নামছেন ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি। আগামীকাল (সোমবার) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিচ্ছেন ব্রাজিল জাতীয় দলের প্রধান কোচ হিসেবে। দায়িত্ব নিয়েই বিশ্বকাপ বাছাইপর্ব সামনে রেখে স্কোয়াড ঘোষণা করবেন এই অভিজ্ঞ কোচ।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’র এক প্রতিবেদন অনুসারে, রোববার রাতেই রিও ডি জেনেইরোতে পৌঁছাবেন আনচেলত্তি। সেখানেই সেলেসাওদের সম্ভাব্য স্কোয়াড যাচাই-বাছাই করে সোমবার (২৬ মে) চূড়ান্ত ঘোষণা দেবেন তিনি।
আনচেলত্তির প্রথম চ্যালেঞ্জ হচ্ছে ব্রাজিলকে ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে ভালো অবস্থানে নেওয়া। বর্তমানে কনমেবল অঞ্চলে চতুর্থ স্থানে রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। জুনের ৬ তারিখ ইকুয়েডরের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ দিয়ে আনচেলত্তির নতুন যাত্রা শুরু হবে। এরপর ১১ জুন ঘরের মাঠে প্রতিপক্ষ কলম্বিয়া।
ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) ইতোমধ্যে আনচেলত্তির জন্য ৫৪ সদস্যের একটি প্রাথমিক তালিকা তৈরি করেছে। এখান থেকে ৩১ জনকে বাদ দিয়ে ২৩ জনের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন কোচ।
টিএনটি স্পোর্টস ব্রাজিলের তথ্য অনুযায়ী, প্রাথমিক তালিকায় আছেন ফ্ল্যামেঙ্গো ক্লাবের ছয়জন, সান্তোস থেকে একজন ফরোয়ার্ড এবং সাও পাওলো থেকে একজন মিডফিল্ডার। এই তালিকায় চমক হিসেবে রয়েছেন অস্কার, যিনি ২০১৬ সালের পর আর ব্রাজিল জাতীয় দলে খেলেননি।
প্রাথমিকভাবে আলোচনায় থাকা খেলোয়াড়রা:
ফ্ল্যামেঙ্গো: লিও অর্টিজ, দানিলো, অ্যালেক্স সান্দ্রো, ওয়েসলি, গেরসন, পেদ্রো
সান্তোস: নেইমার
সাও পাওলো: অস্কার
আনচেলত্তির অধীনে ব্রাজিল দলের অনুশীলন শুরু হবে ২ জুন থেকে।
ব্রাজিল ফুটবল ইতিহাসে আনচেলত্তি গড়ছেন এক নতুন অধ্যায়। ২০২৬ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ এই কোচ হবেন দেশের ইতিহাসে প্রথম পূর্ণকালীন বিদেশি কোচ। এর আগে ব্রাজিল কখনোই কোনো বিদেশিকে স্থায়ীভাবে জাতীয় দলের দায়িত্ব দেয়নি।
ভোরের আকাশ//হ.র