স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১৯ মে ২০২৫ ১২:৩১ এএম
মোস্তাফিজদের ১০ উইকেটে হারিয়ে প্লে–অফে গুজরাট
আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে ১০ উইকেটে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করেছে গুজরাট টাইটানস। এই জয়ে শুবমান গিলের দল ছাড়াও প্লে–অফ নিশ্চিত হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংসের।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামা দিল্লি ক্যাপিটালস ৩ উইকেটে তোলে ১৯৯ রান। লোকেশ রাহুল ৬৫ বলে অপরাজিত ১১২ রান করে দলকে বড় সংগ্রহ এনে দেন। এটি তাঁর টি-টোয়েন্টি ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি। তবে বাকিরা সুবিধা করতে পারেননি—কোনো ব্যাটারই ৩০ রানের কোটা পেরোতে পারেননি।
জবাবে গুজরাট শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে। ওপেনার সাই সুদর্শন ৬১ বলে ১০৮ ও অধিনায়ক শুবমান গিল ৫৩ বলে ৯৩ রানে অপরাজিত থেকে মাত্র ১৯ ওভারেই লক্ষ্যে পৌঁছে যান। গুজরাট কোনো উইকেট না হারিয়েই ম্যাচটি জিতে নেয়। সুদর্শনের এটি দ্বিতীয় টি-টোয়েন্টি সেঞ্চুরি, যা তাঁর ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংস।
এই ম্যাচে প্রত্যাবর্তন করা বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান বল হাতে বেশ কষ্ট করেছেন। তিনি ৩ ওভারে ২৪ রান দেন, কিন্তু কোনো উইকেট পাননি। তাঁর ওভারগুলো ছিল তুলনামূলকভাবে নিয়ন্ত্রিত হলেও উইকেটশূন্য পারফরম্যান্স দিল্লির ব্যর্থতার একটি প্রতিচ্ছবি।
এই জয়ে গুজরাট নিশ্চিত করে দিল্লির বিদায় ও নিজেদের অগ্রযাত্রা, সঙ্গে উপকৃত হয় বেঙ্গালুরু ও পাঞ্জাবও।
ভোরের আকাশ//হ.র