স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৫ ১১:৩২ এএম
নারীদের বিশ্বকাপ বাছাইয়ে দুই বাংলাদেশি আম্পায়ার
নারী বিশ্বকাপ বাছাইপর্বে আম্পায়ার ও ম্যাচ অফিসিয়ালের তালিকা ঘোষনা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) যেখানে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন মাসুদুর রহমান মুকুল ও শাথিরা জাকির জেসি।
আগামী ৯ থেকে ১৯ এপ্রিল পাকিস্তানে ছয় দলের এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে, যেখানে সেরা দুটি দল ২০২৫ সালের নারী বিশ্বকাপের টিকিট নিশ্চিত করবে।
এই বাছাইপর্বে ১০ জন আম্পায়ার ও তিনজন ম্যাচ রেফারি দায়িত্ব পালন করবেন। বাংলাদেশের হয়ে আম্পায়ার হিসেবে থাকবেন মাসুদুর রহমান মুকুল ও শাথিরা জাকির জেসি। স্বাগতিক পাকিস্তানের হয়ে আম্পায়ার প্যানেলে থাকবেন ফয়সাল খান আফ্রিদি ও সালিমা ইমতিয়াজ।
এ ছাড়া জিম্বাবুয়ের সারাহ ডাম্বানেভানা, অস্ট্রেলিয়ার ডোনোভান কচ, দক্ষিণ আফ্রিকার বেবস গকুমা, ওয়েস্ট ইন্ডিজের ক্যান্ডেস লা বোর্ড, শ্রীলঙ্কার দেদুনু দে সিলভা ও নিউজিল্যান্ডের শন হেইগ থাকছেন আম্পায়ার হিসেবে।
ম্যাচ রেফারি হিসেবে থাকবেন পাকিস্তানের আলি নাকভি, দক্ষিণ আফ্রিকার শান্দ্রে ফ্রিৎস ও নিউজিল্যান্ডের ট্রুডি অ্যান্ডারসন।
ভোরের আকাশ/এসএইচ