স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৫ ০২:২১ পিএম
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন বাংলাদেশ
ভিন্ন এক বিশ্বকাপে চ্যাম্পিয়ন বাংলাদেশ। তাও ফাইনালে আর্জেন্টিনাকে রীতিমত উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। আকাশি-সাদারা লাল-সবুজের কাছে হেরেছে বিশাল ব্যবধানে।
তবে এটি মাঠে অনুষ্ঠিত কোনো টুর্নামেন্ট না। ফুটবলভিত্তিক ওয়েবসাইট ‘ট্রান্সফার মার্কেট’ আয়োজিত ফেসবুক পোলের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন খেতাব অর্জন করেছে বাংলাদেশ।
শুক্রবার (৪ এপ্রিল) আর্জেন্টিনাকে কোনো পাত্তাই দেয়নি বাংলাদেশ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ফেসবুক ফলোয়ার্স কাপ’ নামের একটি পোলভিত্তিক টুর্নামেন্ট আয়োজন করে ফুটবলবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইটটি। এতে অংশ নেয় ৬৪টি দেশ।
নকআউট সিস্টেমে টুর্নামেন্টে প্রতিটি ম্যাচে দুই প্রতিপক্ষ মুখোমুখি হয়। যেখানে বিজয়ী নির্ধারিত হয় রিয়্যাকশনের মাধ্যমে। পুরো আসরে বাংলাদেশের প্রতীক ছিল 'লাভ' রিয়্যাকশন।
ভোরের আকাশ/এসএইচ