স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২২ মে ২০২৫ ০৩:৩২ এএম
ইউরোপা লিগ জিতে ১৭ বছরের ট্রফিখরা কাটালো টটেনহ্যাম
দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ট্রফির স্বাদ পেল টটেনহ্যাম হটস্পার। ২০০৮ সালে কারাবাও কাপ জয়ের পর প্রথমবারের মতো বড় কোনো শিরোপা জিতল লন্ডনের এই ক্লাব।
বুধবার (২১ মে) অনুষ্ঠিত ইউরোপা লিগের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করে টটেনহ্যাম। ম্যাচের একমাত্র এবং জয়সূচক গোলটি করেন ওয়েলস ফরোয়ার্ড ব্রেনান জনসন।
দীর্ঘ সময় ধরে শিরোপাহীন থাকার কারণে টটেনহ্যামের নামের সঙ্গে লেগে গিয়েছিল ‘ট্রফিহীন’ তকমা। ক্লাবের ইতিহাসে সবচেয়ে সফল স্ট্রাইকার হ্যারি কেনও সেই হতাশার ভাগীদার ছিলেন। ট্রফির স্বাদ না পেয়েই তিনি বায়ার্ন মিউনিখে যোগ দেন এবং সেখানেই চলতি মৌসুমে বুন্দেসলিগা জিতে নিজের ক্যারিয়ারের ট্রফিখরা কাটান।
অন্যদিকে, টটেনহ্যামের এই ইউরোপা লিগ জয় শুধু ট্রফিই নয়, নতুন যুগের সূচনাও বলে মনে করছেন সমর্থকরা। ক্লাবের কোচ এবং খেলোয়াড়দের প্রশংসায় পঞ্চমুখ পুরো টটেনহ্যাম পরিবার।
ম্যাচের শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেললেও সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় টটেনহ্যাম। ইউনাইটেড বেশ কয়েকবার ফিরে আসার চেষ্টা করলেও সফল হতে পারেনি।
এই জয়ে ইউরোপীয় প্রতিযোগিতায় নিজেদের অবস্থান সুদৃঢ় করল টটেনহ্যাম, পাশাপাশি সমর্থকদের দীর্ঘদিনের ট্রফির আকাঙ্ক্ষা পূরণ হলো।
টটেনহ্যামের ভক্তদের জন্য এটি শুধুই একটি জয় নয়, বরং এক যুগের হতাশা কাটিয়ে আশার নতুন আলো।
ভোরের আকাশ//হ.র