ভোরের আকাশ প্রতিবেদক
প্রকাশ : ২৭ মে ২০২৫ ১০:৫৪ পিএম
স্বাস্থ্য উপদেষ্টার সাবেক দুই ব্যক্তিগত কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক দুই ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবি ও মাহমুদুল হাসানের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। এছাড়া, জাতীয় নাগরিক পার্টি থেকে সাময়িক বহিষ্কৃত গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধেও দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। তাদের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ নূর আলম সিদ্দিকীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন।
আবেদনে বলা হয়, তুহিন ফারাবি ও মাহমুদুল হাসানের বিরুদ্ধে লবিং, চাঁদাবাজি, টেন্ডার কারসাজি ও অবৈধ সম্পদ অর্জনের গুরুতর অভিযোগ রয়েছে।
আবেদনে আরও বলা হয়, নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে তারা দেশত্যাগের চেষ্টা করছেন। তারা যদি পালিয়ে যান, তবে তদন্ত প্রক্রিয়া ব্যাহত হতে পারে। শুনানি শেষে আদেশে আদালত ফারাবি ও মাহমুদুলের এনআইডি জব্দের নির্দেশ দিয়েছেন।পাশাপাশি পুলিশের বিশেষ শাখা ও নির্বাচন কমিশন সচিবালয়ে আদেশের অনুলিপি পাঠানোর নির্দেশ দেন।
এর আগে, গত ২১ মে দুদক প্রধান কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। তার এক মাস আগে ২১ এপ্রিল দুর্নীতির অভিযোগে তাদের পদ থেকে অপসারণ করা হয়।
এদিকে, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে একই আদালত আজ গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধেও বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে। দুর্নীতির অভিযোগ ওঠায় এর আগে তাকে জাতীয় নাগরিক পার্টি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।
ভোরের আকাশ/এসএইচ