জেলা প্রতিনিধি, চট্টগ্রাম
প্রকাশ : ২৫ মে ২০২৫ ১১:০৫ এএম
পতেঙ্গা সৈকতে গুলিবিদ্ধ ঢাকাইয়া আকবরের মৃত্যু
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী গুলিবিদ্ধ আলী আকবর প্রকাশ ঢাকাইয়া আকবর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার (২৫ মে) সকাল ৮টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) তিনি মারা যান।
জানা যায়, আকবর নগরের বায়েজিদ বোস্তামী এলাকার মঞ্জু মিয়ার ছেলে। তাঁর বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজিসহ বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে। ‘সন্ত্রাসী সাজ্জাদের প্রতিপক্ষ হিসেবে পরিচিত আকবর ও সরোয়ার।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই নুর উল্লাহ আশেক জানান, গুলিবিদ্ধ আলী আকবর হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। আজ সকাল আটটায় তিনি মারা যান।
এর আগে শুক্রবার (২৩ মে) রাত সাড়ে ৮টার দিকে নগরের পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় আলী আকবরকে গুলি করে পালিয়ে যায় দুবৃর্ত্তরা। পরে তাকে চমেক হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
আকবরের স্বজনদের দাবি, কারাগারে বন্দী ‘সন্ত্রাসী’ সাজ্জাদ হোসেনের অনুসারীরা এ ঘটনা ঘটিয়েছে। তবে পুলিশ হামলাকা ঘটনায় কারা জড়িতে বিষয়টি স্পষ্ট করতে পারেনি।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে আটটার দিকে পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় বসে একজন নারী এবং অন্য চারজন ছেলেসহ মোট ৬ জন ২৮ নম্বর দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন।
এসময় হঠাৎ ১০ থেকে ১২ জনের একটি দল এসে এলোপাতাড়ি গুলি করতে থাকে আকবরকে লক্ষ্য করে। গুলিতে আকবর মাটিতে লুটিয়ে পড়লে অস্ত্রধারীরা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ আকবরকে চমেক হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
ভোরের আকাশ/এসএইচ