চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৭ মে ২০২৫ ১০:০৭ এএম
ছবি : সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, সরকার সংস্কার কার্যক্রম শুরু করেছে। সংস্কারকাজে সচিবালয়সহ কেউ বাধা তৈরি করলে তা সহ্য করা হবে না। দেশের মানুষকে নিয়ে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। গতকাল সোমবার (২৬ মে) সকালে চট্টগ্রামের দুই নম্বর গেট বিপ্লব উদ্যানে পথসভা কর্মসূচির আগে এমন হুঁশিয়ারি দেন তিনি।
হাসনাত আবদুল্লাহ বলেন, ৫ আগস্টের আগে এনবিআর, কাস্টমসসহ নানা সরকারি প্রতিষ্ঠান দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছিল। সেসব প্রতিষ্ঠানে সংস্কার করা জরুরি হয়ে পড়েছে। সরকার সংস্কার কার্যক্রম শুরু করেছে। এতে সচিবালয়সহ কেউ বাধা তৈরি করলে তা সহ্য করা হবে না। সংস্কার কাজে বাধা এলে দেশের মানুষকে নিয়ে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। কর্মসূচির দ্বিতীয়দিনে চট্টগ্রামের রাঙ্গুনিয়া, রাউজান, হাটহাজারী, ফটিকছড়িসহ নানা উপজেলায় পথসভা করবে এনসিপি।
এর আগে রোববার দক্ষিণ চট্টগ্রামের ৯টি উপজেলা সফর করেন দলটির প্রতিনিধিরা।
এদিকে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বলেছেন, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং দেশের বন্দরগুলোতে চলমান ধর্মঘটকে কেন্দ্র করে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। গতকাল সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড প্রোফাইলে দেওয়া এক পোস্টে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন মাসউদ।
পোস্টে তিনি বলেন, আপনারা দুর্নীতি আর লুটপাটের স্বাধীনতা চাচ্ছেন, কিন্তু ২৪-পরবর্তী সময়ে আর সেই সুযোগ থাকবে না। সচিবালয়, এনবিআর কিংবা পোর্টে যারা স্ট্রাইক করছেন, তাদের বলছি বিপ্লব ওখানেও হবে।
হান্নান মাসউদ বলেন, হাসিনা সরকারের পুরো শাসনামলে যেসব গুম, খুন, দুর্নীতি ও অর্থপাচার হয়েছে, তার প্রত্যক্ষ বা পরোক্ষ সহযোগী আপনারা। ভাববেন না, পার পেয়ে গেছেন। পুনশ্চ বলছি, পার পাওয়ার কোনো সুযোগ নেই।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে এনসিপির এ নেতা আরও বলেন, সরকারের উচিত অবিলম্বে এসব দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে অপসারণ করে নিরপেক্ষ একটি কমিশনের মাধ্যমে তদন্ত চালানো এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থাগ্রহণ করা।
ভোরের আকাশ/এসএইচ