আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৩ মে ২০২৫ ১১:১৮ এএম
মিয়ানমারে স্কুলে জান্তা বাহিনীর বর্বর হামলায় শিশুসহ নিহত ২২
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে সামরিক জান্তা বাহিনীর বিমান হামলায় একটি স্কুলে ২২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২০ জনই শিশু। আর অন্য দুজন শিক্ষক। সোমবার (১২ মে) এই মর্মান্তিক ঘটনার খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিআরটি গ্লোবাল।
স্কুলের ৩৪ বছর বয়সী এক শিক্ষক বলেন, এখন পর্যন্ত ২২ জন নিহত হয়েছেন যাদের মধ্যে ২০ জন শিশু ও দুইজন শিক্ষক।
তিনি বলেন, আমরা শিশুদের ছড়িয়ে দিতে চেষ্টা করেছিলাম, কিন্তু যুদ্ধবিমানটি অনেক দ্রুতগতিতে ছিল এবং দ্রুতই বোমা ফেলে দেয়।
এক শিক্ষক জানান, আমরা শিশুদের সরিয়ে নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু যুদ্ধবিমান এত দ্রুত ছিল যে পালানোর সময়ই পাইনি। স্থানীয় শিক্ষা বিভাগও প্রাণহানির এই সংখ্যা নিশ্চিত করেছে। জান্তার পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য দেওয়া হয়নি।
মিয়ানমারে ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকেই দেশজুড়ে গৃহযুদ্ধ চলছে। জান্তা সরকার একদিকে বিক্ষোভ দমন করছে বর্বরভাবে, অপরদিকে বহু জাতিগত গোষ্ঠী ও গণতান্ত্রিক প্রতিরোধ যোদ্ধারা যৌথভাবে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে।
বিশেষ করে সাগাইং, কারেন এবং চিন প্রদেশে লড়াই তীব্রতর হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে জান্তা বাহিনী প্রতিরোধ যোদ্ধাদের হাতে বড় ধরনের ক্ষতিও স্বীকার করেছে। কিন্তু এইসব প্রতিরোধ এবং বিশ্বজনমতের চাপে পড়েও জান্তার বর্বরতা থামছে না। শিশুদের ওপর এই হামলা প্রমাণ করে, মিয়ানমারে শান্তির প্রত্যাশা এখনও অনেক দূরের পথ।
ভোরের আকাশ/এসএইচ