আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৫ ০২:৪৩ পিএম
আল-জাজিরাসহ গাজার দুই সাংবাদিক হত্যা করল ইসরায়েল
গাজা উপত্যকায় পৃথক ইসরায়েলি হামলায় দুই গণমাধ্যম কর্মী নিহত হয়েছেন। যাদের মধ্যে একজন আলজাজিরার সাংবাদিক। প্রত্যক্ষদর্শী ও প্রতিনিধিদের বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বয়ানে মঙ্গলবার (২৫ মার্চ) আল-জাজিরা জানায়, উত্তর গাজায় বেইত লাহিয়ার পূর্ব অংশে গাড়িতে হামলা চালিয়ে হোসাম শাবাত নামে এক সাংবাদিককে হত্যা করে ইসরায়েল। তিনি আল জাজিরা মুবাশ্বেরে কাজ করতেন। কোনো পূর্ব সতর্কীকরণ ছাড়াই ইসরায়েলি সেনাবাহিনী তার গাড়ি লক্ষ্য করে হামলা চালায়। ২৩ বছর বয়সী শাবাত এর আগেও আরেকটি ইসরায়েলি হামলায় আহত হয়েছিলেন। কিন্তু তিনি গাজায় সংবাদ প্রতিবেদন চালিয়ে যাওয়া ছেড়ে দেননি।
অন্যদিকে, সোমবার দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় প্যালেস্টাইন টুডের সাংবাদিক মোহাম্মদ মনসুরও নিহত হয়েছেন। মনসুরকে নিজ বাড়িতে স্ত্রী এবং ছেলের সাথে হত্যা করা হয়েছে এবং এখানেও কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই আক্রমণ চালানো হয়েছে বলে নিশ্চিত করেছেন স্থানীয়রা।
গাজার সরকারি মিডিয়া অফিস (জিএমও) অনুসারে, দুই সাংবাদিকের হত্যার ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত মিডিয়া কর্মীর সংখ্যা ২০৮ জনে দাঁড়িয়েছে।
ভোরের আকাশ/এসএইচ