আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫ ০৮:৫০ এএম
ইসরায়েলি হামলায় গাজায় আরও ৩২ ফিলিস্তিনি নিহত
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অর্ধশতাধিক। নিহতদের মধ্যে ১১ জন রয়েছেন যারা খান ইউনিসে তাদের বাড়ির ওপর ইসরায়েলি বোমাবর্ষণে সৃষ্ট আগুনে পুড়ে মারা গেছে। গাজায় শিশু হাসপাতালও রেহাই পায়নি ইসরায়েলি হামলা থেকে।
মঙ্গলবার (২২ এপ্রিল) রাতভর এই বিমান হামলায় হতাহতের সংখ্যা আরও বাড়ার শঙ্কা রয়েছে। কারণ, ইসরায়েলি বোমা হামলায় ধ্বংসস্তূপের নিচ থেকে মৃতদের উদ্ধারে ব্যবহৃত সরঞ্জাম ধ্বংস হয়ে গেছে। ধ্বংসস্তূপের নিচে অনেকেই আটকা পড়ে আছেন বলে ধারণা। বুধবার (২৩ এপ্রিল) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
সংবাদমাধ্যমটি বলছে, ইসরায়েলি বাহিনী গাজায় বোমাবর্ষণ অব্যাহত রেখেছে এবং গাজা শহরের আল ডোরা পেডিয়াট্রিক হাসপাতালে আক্রমণ করেছে। এছাড়া মঙ্গলবার উপত্যকা জুড়ে কমপক্ষে ৩২ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল।
পৃথক প্রতিবেদনে বার্তাসংস্থা আনাদোলু বলছে, গাজা উপত্যকায় ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে ভূখণ্ডটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে ৫১ হাজার ২৬৬ জনে পৌঁছেছে বলে মঙ্গলবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
সোমবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, বনি সুহেলিয়া শহরে ইসরায়েলের সর্বশেষ হামলায় নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। এর আগে তিনজনের নিহত হওয়ার খবর জানানো হয়েছিল।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী দক্ষিণ গাজার তথাকথিত মানবিক অঞ্চল আল-মাওয়াসিতে একটি তাঁবুতে বোমা হামলা চালিয়ে অন্তত দু’জনকে হত্যা করেছে।
ভোরের আকাশ/এসএইচ