আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৫ মে ২০২৫ ০৮:৫২ এএম
নিরাপত্তা বাড়ানো হলো ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের
ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। মন্ত্রীর কনভয়ে অতিরিক্ত একটি বুলেটপ্রুফ গাড়ি সংযুক্ত করা হয়েছে।
বুধবার (১৪ মে) দেশটির বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, ভারত-পাকিস্তান চলমান উত্তেজনা ও সাম্প্রতিক ‘অপারেশন সিঁদুর’-এর পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে।
বর্তমানে ৭০ বছর বয়সী জয়শঙ্কর ‘জেড’ স্তরের নিরাপত্তা পান। তবে এবার সেই স্তরের নিরাপত্তাকেও আরও শক্তিশালী করা হয়েছে। তাঁর নিরাপত্তার দায়িত্বে রয়েছে আধাসামরিক বাহিনী সিআরপিএফ।
ভারতে সরকারি ব্যক্তিদের জন্য একাধিক স্তরের নিরাপত্তাব্যবস্থা রয়েছে এক্স, ওয়াই, ওয়াই প্লাস, জেড, জেড প্লাস ও সর্বোচ্চ এসপিজি। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি পান সর্বোচ্চ নিরাপত্তা।
জয়শঙ্কর আগে পেতেন ‘ওয়াই’ স্তরের নিরাপত্তা। ২০২৩ সালের পর সেটি উন্নীত হয়ে হয় ‘জেড’। এবার সেই স্তরেই বাড়ানো হলো নজরদারি ও নিরাপত্তা সরঞ্জাম।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় বর্তমানে প্রায় ২০০ বিশিষ্ট ব্যক্তির জন্য নিরাপত্তা নিশ্চিত করে, যার মধ্যে রয়েছেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর মতো বিরোধীদলীয় নেতারাও।
ভোরের আকাশ/এসএইচ