আন্তর্জার্তিক ডেস্ক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৫ ১১:৩০ এএম
গাজার হাসপাতালে ইসরায়েলের বিমান হামলা
গাজার একটি গুরুত্বপূর্ণ হাসপাতালে ক্ষেপনাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল। রোববার দুটি ইসরায়েলি ক্ষেপনাস্ত্র আঘাত হানে হাসপাতালটিতে। এ হামলায় হাসপাতালটির জরুরি বিভাগ, অভ্যর্থনাকেন্দ্রসহ অন্যান্য স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসাকর্মীরা।
হামলার ঘটনাটি ঘটেছে আল-আহলি আরব ব্যাপ্টিস্ট হাসপাতালে। হামলার আগে এক ব্যক্তি দাবি করেন, তিনি একটি ফোনকল পেয়েছেন। যে ব্যক্তি ফোন করেছেন, তিনি নিজেকে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট বলে পরিচয় দেন। বলেন, হাসপাতালটিতে হামলা চালানো হবে। এরপরই হাসপাতাল থেকে রোগীদের সরিয়ে নেওয়া হয়।
গাজার বেসামরিক জরুরি পরিষেবা বিভাগ হাসপাতালে হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে । এই পর্যন্ত হামলার ব্যাপারে স্বীকারোক্তি প্রকাশ করেনি ইসরায়েল।
বাস্তুচ্যুত পরিবারগুলো এই জায়গা ছেড়ে যাচ্ছে যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে। তাদের কাউকে কাউকে হাসপাতালে থাকা অসুস্থ স্বজনদের নিয়ে যেতে দেখা যায়; যদিও এই ছবির সত্যতা যাচাই করতে পারেনি রয়টার্স। হামাস পরিচালিত গাজার সরকারি গণমাধ্যম দপ্তর এক বিবৃতিতে এই হামলাকে জঘন্য ও নোংরা অপরাধ হিসেবে অভিহিত করে নিন্দা জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, গাজা উপত্যকার স্বাস্থ্যসেবা খাতের অবশিষ্ট অংশ গুঁড়িয়ে দেওয়ার জন্য ইসরায়েল একটি পদ্ধতিগত পরিকল্পনার অংশ হিসেবে ইচ্ছাকৃতভাবে ৩৪টি হাসপাতাল ধ্বংস করেছে।
২০২৩ সালের অক্টোবরে একই হাসপাতালে বিমান হামলায় শতাধিক ব্যক্তি নিহত হয়। তখনও ইসরায়েল ওই হামলার দায় স্বীকার করেনি।
ভোরের আকাশ/বিব