আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৫ ০৯:২২ এএম
যুদ্ধবিরতি ভেঙে গাজার ৫০০ শিশুকে হত্যা করেছে ইসরায়েল
যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ফের শুরু করা ইসরাইলি হামলায় কমপক্ষে ৫০০ শিশু নিহত হয়েছে। গাজা সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল এই তথ্য জানিয়েছে। শনিবার (১২ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
গাজার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১৮ মার্চ যুদ্ধবিরতি ভাঙার পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ৫০০ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে প্রাণ হারিয়েছে মোট ১,৫০০ জনেরও বেশি ফিলিস্তিনি।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলের হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত নিহত হয়েছেন প্রায় ৫১ হাজার মানুষ, যাদের মধ্যে ১৫ হাজারের বেশি শিশু। আহত হয়েছেন সোয়া এক লাখের বেশি, এর মধ্যে ৩৪ হাজারের বেশি শিশু। শনিবারও হামলা চালায় ইসরায়েলি বাহিনী। উত্তর গাজার তুফা, মধ্য গাজার বেইত লাহিয়া এবং দক্ষিণের খান ইউনিসে চালানো হামলায় নিহত হন আরও ১৫ জন, যাদের মধ্যে ছিলেন এক নবজাতকও। বেইত লাহিয়ার এক হামলায় একটি শিশুর হাত ছিন্ন হয়ে যায়, পরে হাসপাতালে তার মৃত্যু হয়।
জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের মুখপাত্র রাভিনা শামদাসানি জানিয়েছেন, ১৮ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত গাজায় ২২৪টি বিমান হামলা চালানো হয়েছে। এর মধ্যে অন্তত ৩৬টি হামলায় নিহতদের সবাই ছিলেন নারী ও শিশু।
এ প্রসঙ্গে ফিলিস্তিনি মানবাধিকার সংগঠন ‘আল-হক’ এবং জাতিসংঘের আন্তর্জাতিক তদন্ত কমিশনের বরাতে জানানো হয়, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে নারী ও শিশুদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তাদের মতে, আধুনিক ইতিহাসে কোনো সংঘাতে এমন নৃশংসতা, এমন পরিকল্পিতভাবে শিশু ও নারীদের হত্যা নজিরবিহীন।
ভোরের আকাশ/এসএইচ