আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৫ ০২:৪৩ পিএম
ইরানে গুলি করে ৮ পাকিস্তানি নাগরিককে হত্যা
ইরানের সিস্তান প্রদেশে ভয়াবহ এক হামলায় পাকিস্তানের আটজন মোটর মেকানিককে গুলি করে হত্যা করা হয়েছে। ইরান-পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। রোববার (১৩ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন।
নিহত সকলেই পাকিস্তানের বাহাওয়ালপুর জেলার বাসিন্দা এবং স্থানীয় একটি গ্যারেজে গাড়ি রং করা, পালিশ ও মেরামতের কাজে নিয়োজিত ছিলেন। নিহতদের মধ্যে ছিলেন দিলশাদ, তার ছেলে নাঈম, জাফর, দানিশ, নাসিরসহ আরও কয়েকজন।
ইরানি কর্মকর্তারা বলেছেন, হত্যাকাণ্ডের শিকার আটজন পাকিস্তানি দক্ষিণ পাঞ্জাবের বাহাওয়ালপুরের বাসিন্দা। তারা একটি কার ওয়ার্কশপে থাকতেন। সেখানে তারা গাড়ি ডেন্টিং, পলিশ, রঙ এবং মেরামত করতেন।
রিপোর্টে বলা হয়েছে, রাতে অজ্ঞাত সশস্ত্র কিছু ব্যক্তি ওই ওয়ার্কশপে আসে এবং পাকিস্তানি নাগরিকদের ওপর নির্বিচারে গুলি চালায়। পাকিস্তানের নাগরিকদের হত্যার পর হামলাকারীরা সেখান থেকে পালিয়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় ইরানি পুলিশ। তারা লাশ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে স্থানান্তর করেছে। নিহত আটজনের মধ্যে পাঁচ জনের পরিচয় জানিয়েছে ইরান।
তারা হলেন, দিলশাদ, তার ছেলে মুহাম্মদ নাঈম, জাফর, দানিশ এবং নাসির। নিষিদ্ধ বেলুচিস্তান ন্যাশনাল আর্মির (বিএনএ) এক মুখপাত্র এক বিবৃতির মাধ্যমে এই হত্যাকাণ্ডের দায় দাবি করেছেন।
ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।
ভোরের আকাশ/এসএইচ