আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৫ ০৯:২৮ এএম
গাজায় ১ সপ্তাহে ২৭০ শিশু নিহত
ফিলিস্তিনের যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় ২৭০ জনেরও বেশি শিশু নিহত হয়েছে। গাজায় ইসরায়েলি বাহিনী নতুন করে যুদ্ধ শুরু করার পর গত এক সপ্তাহে এই শিশুরা প্রাণ হারিয়েছে।
মঙ্গলবার শিশুবিষয়ক আন্তর্জাতিক সহায়তা সংস্থা সেভ দ্য চিলড্রেন এই তথ্য জানিয়েছে।
সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, এই হামলাগুলো শিশুদের জন্য ‘যুদ্ধ শুরুর পর সবচেয়ে প্রাণঘাতি’ হয়ে উঠেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত ৫০ হাজার ১৪৪ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ১৩ হাজার ৭০৪ জন আহত হয়েছে।
গাজার সরকারের মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, মৃতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়েছে, আর হাজার হাজার লোক ধ্বংসাবশেষের নিচে আটকা পড়ে নিখোঁজ রয়েছে।
এদিকে আল জাজিরার সাংবাদিক হোসাম শাবাতের হত্যাকাণ্ড এবং পশ্চিম তীরে অস্কার পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা হামদান বালালকে গ্রেপ্তারের ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ে ক্ষোভ তৈরি হয়েছে।
ভোরের আকাশ/এসএইচ