আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৫ ০১:৫৭ পিএম
মিয়ানমারে ফের ভূমিকম্প
ভূমিকম্পে বিধ্বস্ত দেশ মিয়ানমারে ফের ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার ( ১৩ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৮টা ২৫ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে।
গত মাসে ৭ দশমিক ৭ মাত্রার বড় সেই ভূমিকম্পে দেশটির মান্দালয় প্রদেশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। সেই ক্ষয়ক্ষতি এখনো কাটিয়ে উঠতে পারেনি তারা।
এরমধ্যে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে আবারও কেঁপে উঠেছে দেশটির বিভিন্ন অঞ্চল। তবে নতুন ভূমিকম্পের পর এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৮ মার্চের ভূমিকম্পে ৩ হাজার ৬৪৯ জন মারা গেছেন। আহত হয়েছেন ৫ হাজার ১৮ জন।
ভোরের আকাশ/এসএইচ