আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫ ১২:৪৩ এএম
কাশ্মীরে হামলায় পর্যটকসহ নিহত ২৬
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে পর্যটকদের ওপর হামলায় ২৬ বেসামরিক মানুষ নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ এপ্রিল) সেখানকার অনন্তনাগ বিভাগের পাহালগামে এ হামলা হয় বলে জানিয়েছে স্থানীয় সূত্র।
এতে বলা হয়েছে, পাহালগামের বৈসরান উপত্যকার উপরের তৃণভূমিতে গুলির শব্দ শোনা গেছে, যা একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত। সন্ত্রাসীরা স্পষ্টতই ছদ্মবেশে ছিল এবং এটি একটি লক্ষ্যবস্তু আক্রমণ বলে মনে করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে সন্ত্রাসীরা জঙ্গল থেকে বেরিয়ে এসে নির্বিচারে গুলি চালাতে শুরু করে।
পহেলগামের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ বলেছেন, বেসামরিক নাগরিকদের ওপর হামলার যেসব ঘটনা সাম্প্রতিক ঘটেছে তার মধ্যেই এটিই সবচেয়ে বড় হামলা।হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। সেখানকার লেফট্যানেন্ট গভর্নর মনোজ সিনহা বলেছেন, ঘটনাস্থলে আর্মি ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ঘটনার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে ফোনে কথা বলেন এবং তাকে যথাযথ ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। এরপর অমিত শাহ ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের রাজধানী শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দেন। সেখানে তিনি একটি জরুরি বৈঠকে বসবেন।
ভোরের আকাশ/এসএইচ