নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৮ মে ২০২৫ ১২:১৮ এএম
নির্বাচনের তারিখ দ্রুত ঘোষণার আহ্বান তারেক রহমানের
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয় নির্বাচনের নির্দিষ্ট তারিখ দ্রুত ঘোষণার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “পরিস্থিতি অযথা ঘোলাটে না করে দ্রুত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করুন। জনগণের ভোটে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা না হলে ফ্যাসিবাদ প্রতিরোধ কঠিন হয়ে পড়বে।”
শনিবার (১৭ মে) রাজধানীর গুলশানে হোটেল লেকশোরে এনডিএম-এর অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
তারেক রহমান অভিযোগ করেন, সরকার এখনও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেনি, বরং নানা কৌশলে তা পিছিয়ে দিচ্ছে। এতে জনমনে অস্থিরতা তৈরি হচ্ছে। তিনি বলেন, “সরকার হতাহতের তালিকা চূড়ান্ত করতে ব্যর্থ হয়েছে। করিডোর ও বন্দর ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের নেওয়া উচিত নয়।”
রাজস্ব ঘাটতি, বিনিয়োগ স্থবিরতা ও রাজনৈতিক অস্থিরতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। “জনগণের সরাসরি অংশগ্রহণ ছাড়া সরকার জবাবদিহিমূলক হতে পারে না,”—যোগ করেন বিএনপি নেতা।
অনুষ্ঠানে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ ও বিভিন্ন দলের নেতারাও স্বৈরাচারবিরোধী অবস্থান তুলে ধরেন এবং নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান।
ভোরের আকাশ//হ.র