নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৫ ০১:৪৬ পিএম
নতুন রাজনৈতিক দল ঘোষণা করবেন ফাতিমা তাসনিম
গণঅধিকার পরিষদের উচ্চতর সদস্য ফাতিমা তাসনিম পদত্যাগ করেছেন। মঙ্গলবার (১৫ এপ্রিল) পদত্যাগপত্র নিজেই ফেসবুকে পোস্ট করেছেন ফাতিমা তাসনিম। গণঅধিকার পরিষদ ছাড়লেও রাজনীতি ছাড়ছেন না ফাতিমা তাসনিম। নতুন দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছেন তিনি।
এর আগে, পদত্যাগপত্রটি ফাতিমা তাসনিম নিজেই তার ফেসবুকে পোস্ট করেন।
গত ১৩ এপ্রিল তিনি পদত্যাগপত্রটি দপ্তর সম্পাদকের মাধ্যমে গণঅধিকার পরিষদের সভাপতি বরাবর পাঠান।
পদত্যাগপত্রে ফাতিমা তাসনিম উল্লেখ করেন, আমি ফাতিমা তাসনিম ব্যক্তিগত কারণে গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করছি।
জানা গেছে, শিগগিরই নতুন রাজনৈতিক দলে যুক্ত হতে যাচ্ছেন ফাতিমা তাসনিম। নতুন রাজনৈতিক দল নিয়ে আসছেন ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিন। নতুন দলের আহ্বায়ক হিসেবে থাকছেন মোহাম্মদ রফিকুল আমিন এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পাচ্ছেন ফাতিমা তাসনিম।
আগামীকাল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর বনানীর হোটেল শেরাটনে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তবে নতুন দলের নাম জানা না গেলেও অনুষ্ঠানে যোগদানের জন্য রাজনৈতিক দল, নাগরিক সমাজের প্রতিনিধি ছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে।
ভোরের আকাশ/এসএইচ