নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৫ ০১:৩২ পিএম
স্বাধীনতা দিবস উপলক্ষে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা
স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নিজেরদের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
মঙ্গলবার (২৫ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব কর্মসূচির কথা জানিয়েছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।
এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মঙ্গলবার বেলা ১১টায় রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে বিএনপির আয়োজিত আলোচনা সভায় ছাত্রদলের ঢাকার সকল ইউনিট অংশগ্রহণ করবে।
এ ছাড়া আগামীকাল বুধবার সকাল ৮টায় জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবে ছাত্রদল। এরপর ঢাকায় ফিরে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবে সংগঠনটির নেতাকর্মীরা।
সারা দেশে ছাত্রদলের সকল জেলা, মহানগর, উপজেলা ও পৌর ইউনিটের নেতারা বিএনপির ঘোষিত কর্মসূচিতে অংশগ্রহণ করবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
ভোরের আকাশ/এসএইচ