নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ মে ২০২৫ ১২:৩৬ পিএম
মৎস্য ভবন মোড়ে ইশরাক সমর্থকদের অবস্থান, যান চলাচল বন্ধ
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে টানা সাত দিন ধরে আন্দোলন করছেন তার সমর্থকেরা। তবে অন্য দিনের মতো আজ নগর ভবনে না গিয়ে মৎস্য ভবন মোড়ে অবস্থান নিয়েছেন তারা। এতে ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।
বুধবার (২১ মে) সকাল থেকেই আন্দোলনকারীরা হাইকোর্ট গেট, প্রেস ক্লাব ও শিক্ষা ভবনের মোড়ে জড়ো হন।
স্লোগানে স্লোগানে এলাকা উত্তাল করে তোলেন তারা। পরে সবাই একসঙ্গে মৎস্য ভবনের সামনে অবস্থান নেন। এ সময় চারদিকে রাস্তা বন্ধ করে দেওয়া হয়।
নগর ভবনের সামনের সড়ক ফাঁকা। সেখানে কোনো লোকজন দেখা যায়নি। সিটি করপোরেশনের কর্মচারীরা নগর ভবনের ভেতরে বিক্ষোভ মিছিল করেছেন। নগর ভবনের ফটকের সামনে অস্থায়ী মঞ্চও তুলে নেওয়া হয়েছে। যে কয়েকজন কর্মী দেখা গেছে, তারাও মৎস্য ভবনের দিকে যাচ্ছেন বলে জানান।
গতকাল বুধবারও ‘ঢাকাবাসী’ ব্যানারে নগর ভবনের সামনে কয়েক হাজার মানুষ বিক্ষোভ করেন।
এরপর বৃহস্পতিবার থেকে লাগাতার কর্মসূচির ঘোষণা আসে।
সেই অনুযায়ী, বৃহস্পতিবার থেকেই নগর ভবনের প্রধান ফটকসহ বিভিন্ন প্রবেশপথ অবরুদ্ধ রাখা হয়।
ভোরের আকাশ/এসএইচ