ভোরের আকাশ ডেস্ক
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৫ ০৩:৪৪ পিএম
লন্ডনে মাকে নিয়ে পার্কে ঘুরলেন তারেক রহমান
প্রায় আট বছর পর পরিবারের সদস্যদের সঙ্গে মুক্তভাবে লন্ডনে ঈদ করলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ঈদের দিন লন্ডন থেকে দেশে থাকা নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময়ও করেছেন তিনি। এবার ছেলে তারেক রহমান মাকে নিয়ে লন্ডনে পার্কে ঘুরেছেন।
ঈদের দিনের আনন্দ ভাগাভাগির সে ছবিও স্যোশাল মিডিয়ায় দেখা গেছে। সেই ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। পারিবারিক ছবিতে বড় ছেলে তারেক রহমান, তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমান ও বড় নাতনি জাইমা রহমানের সঙ্গে খালেদা জিয়াকে দেখা যায়।
এরইমধ্যে প্রকাশ্যে এলো একটি ভিডিও। বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা ভিডিওটিতে দেখা যায় লন্ডনের পার্কে মা খালেদা জিয়াকে নিয়ে হাঁটছেন তারেক রহমান।
এতে দেখা যায়, হুইল চেয়ারে বসে পার্কে ঘুরছেন খালেদা জিয়া এবং তার পাশে হাঁটছেন তারেক রহমানসহ অন্যারা।
গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হয়। রোববার এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তিনি (খালেদা জিয়া) লন্ডনে এখন বেটার আছেন। আট বছর পর তিনি পরিবারের সঙ্গে ঈদ উদ্যাপন করছেন।
খালেদা জিয়া কবে আসবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ম্যাডাম সম্ভবত যতটুকু শুনেছি আমি, ফাইনাল নিশ্চিত নয়...এপ্রিলের মাঝামাঝি সময়ে তিনি দেশে ফিরবেন।
ভোরের আকাশ/এসএইচ