নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৫ ০৮:৩৪ এএম
ফ্যাসিস্টদের আমলের থেকে এবারের ঈদ আনন্দময় পরিবেশে হচ্ছে: মির্জা ফখরুল
ফ্যাসিবাদী সরকারের শাসনের পর এবার আনন্দময় পরিবেশে দেশবাসী ঈদ উদযাপন করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (৩১ মার্চ) সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারতের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
বিএনপি মহাসচিব বলেন, আমরা ১৬ বছর ধরে গণতন্ত্র প্রতিষ্ঠা, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা, ভাতের অধিকার প্রতিষ্ঠা ও মানবাধিকার প্রতিষ্ঠার লড়াই করে যাচ্ছি। যিনি যে পদে আছেন সেই মোতাবেক কাজ করবেন, সফল হবেন। বিশেষ করে অন্তর্বর্তী সরকার জনগণের সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ। আশা করি তারা সেটি পালন করবেন। আমরা অবশ্যই আমাদের দলের পক্ষ থেকে যে প্রতিশ্রুতি দিয়েছি তা পালন করবো।
অন্তর্বর্তীকালীন সরকার মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেবে, এ আশাবাদও ব্যক্ত করেন তিনি। বক্তব্যের শুরুতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলের ও স্থায়ী কমিটির সদস্যদের পক্ষ থেকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান তিনি।
ভোরের আকাশ/এসএইচ