নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৫ ০৪:২২ পিএম
আগামী রমজানের আগে নির্বাচন চায় জামায়াত : শফিকুর রহমান
আগামী রমজানের আগেই বাংলাদেশে জাতীয় নির্বাচন দেখতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (১৬ এপ্রিল) দুপুর ২টায় মার্কিন ডেপুটি হেড অব মিশনের বাসভবনে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগের বিচার দেখতে চাই আমরা। প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে যে সময় নির্ধারণ করে দিয়েছেন, সেটিরও পর্যবেক্ষণ করছে জামায়াত।
এর আগে দুপুরে গুলশানে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন জামায়াতের আমির। ঘণ্টাখানেক বৈঠকের পরে সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলেন।
নির্বাচন ছাড়াও আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে কথা বলেন জামায়াত আমির। তিনি জানান, বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগের বিচার দেখতে চায় জামায়াতে ইসলামী।
একই সঙ্গে তারা প্রধান উপদেষ্টার দেওয়া নির্বাচনের প্রতিশ্রুতির পর্যবেক্ষণ করছেন বলেও জানান জামায়াত আমির।
ভোরের আকাশ/এসএইচ