নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৫ ০২:১৫ পিএম
তামিমকে দেখতে হাসপাতালে গেলেন তারেক রহমানের প্রতিনিধি দল
রাজধানী এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ক্রিকেটার তামিম ইকবালের শারীরিক খোঁজখবর নিতে হাসপাতালে যান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধিদল।
গতকাল বৃহস্পতিবার হাসপাতালে যাওয়া প্রতিনিধি দলে ছিলেন অ্যাডভোকেট মেহেদুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমিনুল হক ডা. শাহ. আমান উল্লাহ আমান ও তারেক রহমানের মামাতো ভাই আভীক ইস্কান্দার।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ক্রিকেটার তামিম ইকবালের স্বাস্থ্যের খোঁজখবর নিতে হাসপাতালে যান তারেক রহমানের প্রতিনিধিদল। এ সময় উপস্থিত ছিলেন তামিম ইকবালের মা, ক্রিকেটার আকরাম হোসেন।
এর আগে তামিম ইকবালের সুস্থতার জন্য নয়াপল্টনে দোয়ার আয়োজন করেছিল বিএনপি।
ভোরের আকাশ/এসএইচ