নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ মে ২০২৫ ০৬:৪০ পিএম
আমরা বাংলাদেশকে বর্বর দেশে পরিণত করতে চাই না: পরিবেশ উপদেষ্টা
শেরপুরের নালিতাবাড়ীর দাওধরা পর্যটন এলাকা পরিদর্শন করতে গিয়ে সরকারের বন ও পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বন রক্ষায় অবৈধ দখলদারমুক্ত করতে বনবিভাগ ও প্রশাসন যৌথভাবে কাজ করবে। সব কিছুতে ব্যক্তি স্বার্থ, দলের স্বার্থ টানবেন না। আমরা বাংলাদেশকে বর্বর মায়াহীন দেশে পরিণত করতে চাই না। বনাঞ্চলে অবৈধ দখলমুক্ত করতে সরকার জিরু টলারেন্সে রয়েছে। সরকারকে আলাদা আলাদা জায়গা থেকে দেখার কোনো উপায় নেই।
সোমবার (২৬ মে) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মধুটিলা ইকোপার্কে বন্য হাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, গারো পাহাড়ে হাতি ও মানুষের দ্বন্দ্ব নিরসনে ধৈর্য্য আর ব্যবহারের পরিবর্তন আনতে হবে সবার আগে। কারণ পাহাড়ে মানুষের আগে হাতির বসবাস। বন ও হাতির ক্ষতি করলে আমরা বাঁচতে পারবো না। দুই সপ্তাহে দেশে ১২টি বন্যহাতির মৃত্যুর ঘটনা ঘটেছে, যা স্বাভাবিক ঘটনা না। হাতির আবাসস্থল ধ্বংস হবার কারণে হাতি লোকালয়ে প্রবেশ করছে। কী করলে হাতি লোকালয়ে আসবে না এবং হাতির খাদ্য সংস্থানের ব্যবস্থা হবে, তা দেখতেই আমরা এসেছি।
তিনি আরও বলেন, ইউক্যালিপটাস, আকাশমণি গাছ লাগিয়ে গারো পাহাড়ের পরিবেশ নষ্ট করেছে বনবিভাগ। তিনি দ্রুত সময়ে এসব গাছ নিধন করে হাতির পরিবেশ উপযোগী গাছ রোপণ করার নির্দেশ দেন। ইআরটি টিমকে প্রশিক্ষণের মাধ্যমে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
এদিকে বনবিভাগের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে বনের গাছ উজার হচ্ছে এমন প্রশ্নের জবাবে এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার কথা জানান উপদেষ্টা।
প্রধান বনসংরক্ষক আমীর হোসাইন চৌধুরীর সভাপতিত্বে শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, বন সংরক্ষক এনএম জহির উদ্দিন আকন্দ, নালিতাবাড়ীর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার, বিজিবির সিও সানজিব হাসান মজুমদার, বন্য প্রাণী বিশেষজ্ঞ রেজা খান প্রমুখ বক্তব্য রাখেন।
ভোরের আকাশ/এসআই