ভোরের আকাশ ডেস্ক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৫ ১১:২৭ এএম
ঢাকায় এক ট্রেনেই এলো দেড় হাজারের বেশি মানুষ
আগামীকাল রোববার থেকে সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠান হবে কর্মমুখর। ঈদুল ফিতর উপলক্ষ্যে বন্ধের শেষ দিন আজ। শেষ মুহূর্তের ছুটি কাটিয়ে আজ রাজধানীতে ফিরছে লাখ লাখ মানুষ। এমনি পরিস্থিতিতে দেড় থেকে দুই হাজার মানুষ নিয়ে ঢাকায় আসছে দেশের বিভিন্ন গন্তব্য থেকে ছেড়ে আসা ট্রেনগুলো। শনিবার (৫ এপ্রিল) সকাল ৯টা ৩৩ মিনিটে ঢাকা রেলওয়ে স্টেশনের ৭ নম্বর প্লাটফর্মে থামে পঞ্চগড় থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস। যদিও ট্রেনটির ঢাকায় আসার কথা ছিল সকাল ৭টা ৫০ মিনিটে।
একতা এক্সপ্রেস ট্রেনটি প্লাটফর্মে থামার সঙ্গে সঙ্গে ছাদে যেসব মানুষ ছিলেন, তারা যে যেভাবে পেরেছেন ট্রেন থেকে নেমেছেন। ট্রেনের ভেতরে দেখা গেছে অসংখ্য মানুষ দাঁড়িয়ে এসেছেন। আর আসন তো ভর্তিই ছিল। সাধারণত ট্রেনটিতে ১২৩০-১২৫৪ জন যাত্রী ভ্রমণ করতে পারেন। কিন্তু ট্রেনের যাত্রীরা মনে করছেন, ট্রেনটিতে আজ দেড় থেকে প্রায় ২ হাজার মানুষ ঢাকায় প্রবেশ করেছেন।
পঞ্চগড় থেকে একতা এক্সপ্রেস ট্রেনে চড়েছেন রফিকুল ইসলাম। ঢাকা রেলওয়ে স্টেশনে নেমে তিনি বলেন, পঞ্চগড় থেকে ট্রেনের লোকসংখ্যা ছিল প্রচুর। পরের প্রতিটি স্টেশনেই গাদাগাদি করে ট্রেনে লোক উঠেছে। পথে স্টেশনগুলোতে নির্ধারিত সময় থেকেও ৫-৭ মিনিট বেশি বিরতি দিয়েছে। ট্রেনের ভেতর যেন শ্বাস নেওয়ার জায়গা ছিল না।
আরেক যাত্রী মনির আহমেদ বলেন, এই ট্রেনে কমপক্ষে ১৫০০ থেকে ২ হাজার মানুষ ঢাকায় এসেছে। ট্রেনের ভেতর ওয়াশরুমে যাওয়ার মতো জায়গা ছিল না আজ। ট্রেনের ছাদেও মানুষ ছিল।
এদিকে নরসিংদী কমিউটার-১ ট্রেনটি থেকে সকাল ৬টায় ছেড়ে ঢাকা রেলওয়ে স্টেশনের ৪ নম্বর প্লাটফর্মে পৌঁছায় সকাল ১০টায়। যদিও সকাল ৯টা ৫ মিনিটে ঢাকা রেলওয়ে স্টেশন থাকার কথা ছিল ট্রেনটির।
নরসিংদী কমিউটার-১ ট্রেনের যাত্রীরা জানিয়েছেন, আজ ট্রেন ভর্তি করে মানুষ ঢাকায় এসেছে। ট্রেনের মধ্যে হাঁটাচলা করার মতো ন্যূনতম জায়গা ছিল না।
ঢাকা রেলওয়ে স্টেশন ঘুরে দেখা গেছে, যত ট্রেন স্টেশনে থেমেছে প্রত্যেকটা ট্রেন থেকে হাজার হাজার মানুষ প্ল্যাটফর্মে নেমেছেন। এ ছাড়া আরও লোকজন ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনেও নেমেছেন।
বাংলাদেশ রেলওয়ে তথ্য বলছে, সারা দিনে ঢাকা রেলওয়ে স্টেশনে দেশের বিভিন্ন গন্তব্য থেকে ৪৩টি আন্তঃনগর ট্রেন ও ২৫টি মেইল, কমিউটার ও লোকাল ট্রেন আসে।
ভোরের আকাশ/এসএইচ