নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৩ মে ২০২৫ ১২:৪৩ পিএম
হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইতিহাসে এটাই প্রথম: প্রধান বিচারপতি
ইতিহাসে এটাই প্রথম যাতে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করা হয়েছে হাইকোর্টের রায়ে, এমন মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
মঙ্গলবার (১৩ মে) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বিভাগে জামায়াতে ইসলামীর নিবন্ধন শুনানিতে এমন মন্তব্য করেন প্রধান বিচারপতি।
প্রধান বিচারপতি বলেন, এটাই ইতিহাসে প্রথম, যেখানে হাইকোর্টের রায়ের মাধ্যমে একটি রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল হয়েছে।
এদিন শুনানিতে জামায়াতের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী এহসান এ সিদ্দিক ও আইনজীবী শিশির মনির। নির্বাচন কমিশনের (ইসি) পক্ষে শুনানি করেন আইনজীবী তৌহিদুল ইসলাম।
এর আগে গত ৭ মে আপিল বিভাগ জামায়াতের নিবন্ধন সংক্রান্ত আপিলের শুনানির জন্য ১৩ মে দিন ধার্য করে। যদিও ১২ মার্চ এ সংক্রান্ত আপিলের শুনানি শুরু হলেও পরে তা আর এগোয়নি।
২০২৩ সালের ২২ অক্টোবর সর্বোচ্চ আদালতের আপিল বিভাগ রাজনৈতিক দল হিসেবে জামায়াতের বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে করা একটি খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করার আদেশ দেন। এর ফলে দলটির পক্ষে নতুন করে আইনি লড়াই চালিয়ে নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ার পথ খুলে যায়।
ভোরের আকাশ/এসএইচ