ভোরের আকাশ প্রতিবেদক
প্রকাশ : ২৮ মে ২০২৫ ১১:৫৯ এএম
ঢাকার খাল-নদী দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক
ঢাকা শহরের খাল ও নদী দখলমুক্ত করতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) তরুণদের সঙ্গে নিয়ে কাজ করবে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁয়ে এ অনুষ্ঠিত বাংলাদেশ ইয়ুথ কোয়ালিশনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মোহাম্মদ এজাজ বলেন, প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার পর ইতোমধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন ১০৮ কিলোমিটার খাল পরিষ্কার করা হয়েছে এবং খালের দুইপাড়ে সবুজায়ন ও রক্ষণাবেক্ষণের জন্য বেশ কয়েকটা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছে।
ডিএনসিসি প্রশাসক বলেন, তরুণদের সম্পৃক্ত করে ঢাকা শহরকে সবুজায়ন করা হবে এবং উত্তরা দিয়াবাড়ি এবং পূর্বাচল এলাকায় পরিকল্পিত বনায়ন করা হবে। পূর্বাচলের খাল ও লেকগুলোকে নান্দনিক করে গড়ে তোলা হবে। এছাড়া ঢাকা বিমানবন্দরের পার্শ্ববর্তী খালি জায়গায় আরবান রিজার্ভ ফরেস্ট গড়ে তোলা হবে।
তিনি আরও বলেন, চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের তরুণদের সচেতন হতে হবে। তরুণদের প্রচেষ্টায় এ শহরের চাঁদাবাজি বন্ধ করতে হবে। শহরকে আরও নিরাপদ ও বাসযোগ্য করে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক মো. এ হামিদ খান, বাংলাদেশে নিযুক্ত সুইডেন দূতাবাসের ফাস্ট সেক্রেটারি নায়কা মার্টিনেজ ব্যাকস্ট্রোমসহ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।
ভোরের আকাশ/এসএইটচ