নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৫ ০২:২৬ পিএম
তামিম ইকবালের স্বাস্থ্যের খোঁজখবর নিলেন প্রধান উপদেষ্টা
বাংলাদেশের অন্যতম সফল ওপেনার ও সাবেক অধিনায়ক তামিম ইকবালের হৃদরোগে আক্রান্ত হওয়ার খবরে সারা দেশে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এবার তার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস। সোমবার (২৪ মার্চ) প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সেক্রেটারি ফয়েজ আহম্মদ এ তথ্য জানান।
বিসিবি চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে চলছে বলে নিশ্চিত করেছে বোর্ড। তারা জানিয়েছেন, তামিমের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে।
সোমবার বিকেএসপিতে মোহামেডানের হয়ে শাইনপুকুরের বিপক্ষে ম্যাচ চলাকালে বুকে ব্যথা অনুভব করেন তামিম। প্রথমে তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার পর কিছুটা সুস্থ বোধ করলেও পরে অবস্থার অবনতি হয়। হেলিকপ্টারে করে ঢাকায় স্থানান্তরের পরিকল্পনা করার পরিকল্পনা করা হলেও গুরুতর শারীরিক অবস্থার কারণে তা সম্ভব হয়নি।
অবশেষে, তাকে সাভারের হাসপাতালে নেওয়া হয়, যেখানে এনজিওগ্রামের মাধ্যমে তার হার্টে ব্লক শনাক্ত হয় এবং স্টেন্ট (রিং) বসানো হয়। বর্তমানে তিনি সিসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার দ্রুত সুস্থতার জন্য দেশজুড়ে শুভাকাঙ্ক্ষীরা প্রার্থনা করছেন।
ভোরের আকাশ/এসএইচ