ভোরের আকাশ প্রতিবেদক
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৫ ১০:১৩ এএম
সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের ৯ দাবি
রেশনিং ব্যবস্থা চালুসহ অবিলম্বে সচিবালয় ভাতা, ও মহার্ঘভাতাসহ ৯ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ। সোমবার সচিবালয়ের বাদাম তলায় পরিষদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে নেতারা এই আহ্বান জানান।
সংযুক্ত পরিষদের সভাপতি মো. বাদিউল কবীর ও মহাসচিব নিজাম উদ্দিন আহমেদ সবাইকে ঈদ পরবর্তী শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্যে অবিলম্বে সচিবালয় ভাতা, রেশনিং ব্যবস্থা চালুকরণ ও মহার্ঘভাতাসহ ৯ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের নেতারা বলেন, রেশনের দাবির সঙ্গে মন্ত্রিপরিষদ সচিব আমাদের সঙ্গে একমত। তিনি আমাদের জানিয়েছেন জনপ্রশাসন সচিবের সঙ্গে এই বিষয়ে কথা বলবেন। সে জন্য আমাদের সবার একতাবদ্ধ থাকতে হবে। তাই সবার এক হওয়া দরকার।
বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির বলেন, যারা সচিবালয়ের বাইরে কাজ করে তারা আমাদের থেকে বেশি সুবিধা পায়। আমরা যারা সচিবালয়ের ভেতরে কাজ করি তারা তেমন সুযোগ-সুবিধা পাই না। এটা বড় ধরনের বৈষম্য। আমাদের বড় স্যাররা আমাদের কথা শুনেন না এবং আমাদের সুযোগ-সুবিধার বিষয়ে চিন্তাও করেন না।
ভোরের আকাশ/এসএইচ