নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৫ ০৯:২১ এএম
ঈদুল ফিতরের ট্রেনযাত্রা শুরু
আসন্ন ঈদুল ফিতরের ট্রেনযাত্রা আজ থেকে শুরু হয়েছে। ঈদে ঘরমুখো মানুষের যাতায়াতে বিশেষ ব্যবস্থা করেছে বাংলাদেশ রেলওয়ে।
সোমবার (২৪ মার্চ) সকাল ৬টায় ঢাকা রেলওয়ে স্টেশন থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায় ধূমকেতু এক্সপ্রেস। এ ট্রেনের মাধ্যমে ঈদুল ফিতরের ট্রেনযাত্রা শুরু হলো।
জানা গেছে, বিনা টিকিটের যাত্রী প্রতিরোধে কমলাপুর, বিমানবন্দর, জয়দেবপুরসহ দেশের বিভিন্ন স্টেশনে স্থানীয় পুলিশ ও র্যাবের সহযোগিতায় সার্বক্ষণিক প্রহরার ব্যবস্থা করেছে বাংলাদেশ রেলওয়ে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এবার কোনোভাবেই বিনা টিকিটের যাত্রীদের ছাড় দেওয়া হবে না। সাধারণত অনেক সময় বিনা টিকিটের যাত্রীরা অল্প জরিমানা বা টিকিটের সমপরিমাণ অর্থ দিয়ে ছাড় পান, এবার সেটা হবে না। এক্ষেত্রে পুরোপুরি আইন মেনে শাস্তি প্রধান, জরিমানা ও অন্যান্য ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, নাশকতা প্রতিরোধে চলন্ত ট্রেনে, স্টেশনে বা রেললাইনে নাশকতামূলক কর্মকান্ড প্রতিরোধে আরএনবি, জিআরপি ও রেলওয়ে কর্মচারীদের কার্যক্রম আরও জোরদার করা হবে। এ ছাড়া র্যাব, বিজিবি, স্থানীয় পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় সহযোগিতায় নাশকতাকারীদের কঠোরভাবে দমন করা হবে।
ভোরের আকাশ/এসএইচ