ভোরের আকাশ ডেস্ক
প্রকাশ : ১৩ মে ২০২৫ ১১:৩৬ পিএম
বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
গ্রিড উপকেন্দ্রের সম্প্রসারণ কাজের জন্য আগামীকাল বুধবার (১৪ মে) সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত আট ঘণ্টা পিরোজপুর ও ঝালকাঠীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নির্ধারিত সময়ের পর সরবরাহ স্বাভাবিক করা হবে বলে জানিয়েছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)।
মঙ্গলবার (১৩ মে) এক বিজ্ঞপ্তিতে পিজিসিবি জানায়, গ্রিড ভিত্তিক বিদ্যুৎ সরবরাহে দক্ষতা উন্নয়ন প্রকল্পের আওতায় ভান্ডারিয়া ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের বে-সম্প্রসারণ কাজ চলবে। এজন্য উপকেন্দ্রের বরিশাল-ভান্ডারিয়া ও ভান্ডারিয়া-বাগেরহাট ১৩২ কেভি সঞ্চালন লাইন সম্পূর্ণ বন্ধ রাখতে হবে।
এ কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে পিরোজপুর জেলার ভান্ডারিয়া, মঠবাড়িয়া, নেছারাবাদ (স্বরূপকাঠি) ও কাউখালী উপজেলা, ঝালকাঠি জেলার রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলা এবং বরগুনা জেলার বামনা ও পাথরঘাটা উপজেলায়।
পাওয়ার গ্রিড কর্তৃপক্ষ এ সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে।
ভোরের আকাশ/হ.র