স্মারকলিপি দিতে যাওয়ার পথে বাধা
ভোরের আকাশ ডেস্ক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৫ ০২:৫১ পিএম
চাকরিচ্যুত বিডিআর সদস্যদের কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা
পিলখানা হত্যাকাণ্ডে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ক্ষতিপূরণসহ চাকরিতে পুনর্বহালের দাবিতে জিগাতলায় বিজিবির ৪ নং গেটের সামনে অবস্থান কর্মসূচি চালাচ্ছেন চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা। সেখান থেকে বিজিবি মহাপরিচালকের সাক্ষাৎ চেয়ে না পেয়ে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।
রোববার দুপুর সোয়া ১২টার দিকে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পক্ষ থেকে পাঁচ প্রতিনিধি পিলখানার ৪ নং গেটে যান স্মারকলিপি নিয়ে। তবে তাদের মহাপরিচালকের সঙ্গে সাক্ষাতের অনুমতি দেওয়া হয়নি। স্মারকলিপি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রেরণের আশ্বাসে তাদের ফেরত পাঠানো হয়।
এর আগে, বিজিবি সদর দপ্তরের সামনে অবস্থান নিয়েছেন পিলখানা হত্যাকাণ্ডের পর চাকরিচ্যুত হওয়া বিডিআর সদস্যরা। সকাল সাড়ে ১০টার পর পিলখানার সামনের এলাকায় বিডিআর ও তাদের পরিবারের সদস্যরা জড়ো হতে থাকেন। পরে সব মিলিয়ে অন্তত তিন শতাধিক ব্যক্তি সেখানে অবস্থান নেন।
ভোরের আকাশ/এসএইচ