ভোরের আকাশ ডেস্ক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৫ ০৫:০৪ পিএম
প্রধান উপদেষ্টার চীন সফরে প্রাধান্য পাবে যেসব বিষয়
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চীন সফরটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ সফর। চীন সফরে প্রাধান্য পাবে চাইনিজ ইনভেস্টর, চাইনিজ ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো, চাইনিজ এনার্জি কোম্পানিগুলো, চায়নার টপ যে কোম্পানিগুলো আছে তাদের সঙ্গে কথা বলা।
দেশে-বিদেশে বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থান তৈরি করতে চান প্রধান উপদেষ্টা। তিনি এ লক্ষ্যে বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে পুরো বিশ্বের কাছে তুলে ধরছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
রপ্তানি বহুমুখীকরণ না হওয়ার বিষয়টি তুলে ধরে শফিকুল আলম বলেন, এই সরকার চাচ্ছে এখান থেকে বের হয়ে আসতে। পোশাকের বাইরে অন্য পণ্য রপ্তানির প্রসার ঘটাতে। প্রফেসর ইউনূস ইইউ (ইউরোপীয় ইউনিয়ন)-এর কাছে বলেছে, তোমরা এখানে হালাল ফ্যাক্টরিগুলো কর। হালালের ম্যানুফেকচারিং হাব কর। তিনি চীন যাচ্ছেন, পুরো ফোকাসটি থাকবে চায়নিজ ইনভেস্টর, যারা গ্লোবালি ডমিনেট করছেন; তাদের বাংলাদেশে আনা।
প্রেস সচিব বলেনতিনি (প্রধান উপদেষ্টা) একটি দেশের প্রধান বা রাষ্ট্র প্রধানের সঙ্গে যতটা বৈঠক করছেন, তারও বেশি বৈঠক করছেন বেসরকারি খাতের উদ্যোক্তাদের সঙ্গে। সবার কাছে একই মেসেজ। আর তা হচ্ছে বাংলাদেশ এখন রেডি ফর বিজনেস। আপনারা আসেন। আপনারা এখানে ফ্যাক্টরি স্থাপন করুন।’
তিনি বলেন, প্রফেসর ইউনূস প্রচুর জব দিতে চান। বাংলাদেশকে ম্যানুফেকচারিং হাব বানাতে চান। ম্যানুফেকচারিং হাব বানাতে গিয়ে যে ধরনের বাধা রয়েছে সেটি কীভাবে দূর করা যায় সেই কাজগুলো চলছে। কোথায় কোথায় বাধা আছে, কি কি করলে অর্থনীতির আরও উন্নতি ঘটবে সেই কাজগুলো চলছে। তবে আমরা জানি না কাজগুলো আমাদের অন্তর্বর্তী সরকার করে যেতে পারবে কি না।
ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) ও বাংলাদেশ অ্যাগ্রো কেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বামা) যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। অনুষ্ঠানে সভাপতি ছিলেন ইআরএফের সভাপতি দৌলত আকতার মালা, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবুল কাশেম।
ভোরের আকাশ/এসএইচ